২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪৬/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

বরমায় তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মশালা

     

তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত চন্দনাইশে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়। পটিয়া তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক কর্মসূচির আওতায় গতকাল বরমা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা। সভাপতিত্ব করেন তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও এসিস্টেন্ট পিপি এডভোকেট কামেলা খানম রূপা, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবীব, রিসোর্স পার্সন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, উন্নয়ন গবেষক অধ্যাপক আনিসুল মালেক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শামসুল আলম টগর ও দোহাজারি পৌরএলাকার হাছনদন্ডি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল বশর। সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও তথ্য সহযোগী নয়ন বড়ুয়া।
আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, সাতবাড়িয়া ইউনিয়নের কাজি (বিবাহ রেজিস্ট্রার) আলহাজ্ব মাওলানা মোজাহেরুল কাদের, বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, কানাইমাদারি অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, বরমা কলেজের অধ্যাপিকা ঋতি নন্দী, পূর্ব কেশুয়া হোসেন শাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ও ভাটিখাইন মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুল মাবুদ ইসলামাবাদী, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সেলিনা আখতার, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী আবুল কালাম আজাদ, বৌদ্ধ কমিউনিটি নেতা মাস্টার কল্যাণমিত্র বড়ুয়া, এনজিও ওডেব’র এরিয়া ম্যানেজার মো. মাহমুদুল হক, মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল ইসলাম, সেবন্দী সুফিয়া খাতুন নুরানি মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোদ্দাচ্ছির জাফরাবাদী, রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ি মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, ধামাইর জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ আহমদ হোসাইন, বরমা ইউপি সচিব আফরোজা বেগম, মেম্বার জরিনা বেগম ডেজি, বৈলতলী ইউপি মেম্বার নুর আয়েশা বেগম, বরমা প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য সৈয়দা রাহনুমা আকতার কণা, ব্র্যাকের মাঠকর্মী সুজিতা তালুকদার, ফুটবলার মো. নাছির উদ্দীন, ক্রীড়া সংগঠক শাহাদাত বিন ইসলাম জিকু, সনাতনী পুরহিত রূপন গাঙ্গুলী প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, মো. তারেকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর। পরিবেশ সুরক্ষা ও জন্মনিবন্ধন; স্যানিটেশন ও শিশুর পানিতে ডুবা প্রতিরোধ এবং মাদক জঙ্গীবাদ। মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য। যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply