২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:১৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

মান্দায় বজ্রপাত প্রতিরোধে মহা সড়কে তালবীজ রোপণ

     

 

নওগাঁ প্রতিনিধি 

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু’ধারে নওগাঁ এলাকায় লক্ষাধিক তালের বীজ বোপণের উদ্যোগ নেয়া হয়েছে। বজ্রপাত প্রতিরোধে মোহনা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল ব্যক্তিগত উদ্যোগে এসব তালবীজ রোপণ কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টার দিকে মান্দা উপজেলার সাতবাড়িয়া মোড়ের অদুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম। এ সময় সাংবাদিক জিল্লুর রহমান, সাংবাদিক পলাশ চন্দ্র সরকার, মান্দা থানার সহকারি উপ-পরিদর্শক রেজাউল ইসলাম, সাংবাদিক মাহমুদুন নবী বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের সান্তাহার বাইপাস হতে নওগাঁর সীমানা মান্দা উপজেলার চৌদ্দমাইল পর্যন্ত রাস্তার দু’ধারে লক্ষাধিক তালের বীজ বোপণ করা হবে। এছাড়াও মান্দা-নিয়ামতপুর রাস্তার দু’ধারে ৫ হাজার তালবীজ বোপণ করা হয়েছে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply