২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ

মন্ত্রী-এমপিদের আয়-ব্যয়ে অসংগতি দেখলে গণমাধ্যমে প্রচার করুন : ওবায়দুল কাদের

     

সরকারের মন্ত্রী-এমপিদের আয় ব্যয়ের অসঙ্গতি দেখলে তা গণমাধ্যমে তুলে ধরার আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের জানান, বিভিন্ন অপকর্মে জড়িতদের অনেকেই গোয়েন্দা নজরদারিতে আছে।যুবলীগ নেতা সম্রাট প্রসঙ্গে তিনি বলেন,তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। সেতুমন্ত্রী বলেন, সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়।সরকারি দল যে শুদ্ধি অভিযান চালাচ্ছে এটা বাংলাদেশে নজিরবিহীন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।আরও পড়ুন…কারো বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। সরকারি দল একটি শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটি বাংলাদেশে নজিরবিহীন।

’আজ মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মন্ত্রী বলেন, ‘যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন।’ তিনি বলেন, সাম্প্রতিক অভিযানের টার্গেটে যদি কেউ থেকে থাকেন, তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছে সম্পদের হিসাব ও সরকারের কোষাগারে রাজস্ব দিয়ে থাকি। কোনো মন্ত্রী-এমপির আয়-ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে রিপোর্ট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply