১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৪/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

প্রবাসে অনুভব করি আসলে স্বদেশ আর ভিনদেশ কি?

     

মোহাম্মদ তৌহিদুল আলম সৌদি আরব থেকে

অবহেলার প্রবাস প্রবাস নামের একটি জীবন হয়,যারা প্রবাসে পাড়ি জমায় প্রবাস মানে অন্য আরেকটি দেশের অধীনস্ত থেকে অর্থ উপার্জন করাকে বুঝায়৷আর সবার মত আমিও প্রবাস জীবনে পাড়ি জমিয়ে ছিলাম সুখের আশায়,তারপর যখন নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস শুরু করি তখন অনুভব হয় আসলে স্বদেশ আর ভিনদেশ কি? তারপর শুরু হয় প্রবাস জীবন,যেখানে নিজেকে নিজের সামর্থের মাধ্যমে অর্থ উপার্জন করতে হয়৷সে যদিও অনেক কষ্টের কিন্ত প্রতিটি মানুষের প্রিয় পরিবার বা নিজের ভবিষ্যতকে সুখি করার জন্য অপর দেশে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে থাকি৷শুধু তার একটি নিজের সুখের ভবিষ্যত তৈরি করার জন্য কিন্ত সেখানে সকল প্রবাসী সফল হবে তা মেনে নিতে পারিনা হয়তো দেশে থাকতে ভাবতাম প্রবাস মানে টাকা নামক সোনার গাছটি বুঝি ধরা দিবে৷কিন্ত বাস্তবতা যখন সামনে আসে তখন আপনার ভবিষ্যত পালাতে সক্ষম৷তারপরও প্রতিটি মানুষ নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে হয়তো কেউ পারে নিজের সামর্থে বা আল্লাহর অগনিত রহমতে দয়ায়৷কিন্ত যারা পারেনা নিজেদের জীবনের ভবিষ্যত কে সম্মৃদ্ধ করতে তাদের কিন্ত চেষ্টার কমতি থাকেনা৷হয়তো তাদের সামথ্য থাকা সত্তেও বিভিন্ন কারণে ব্যার্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হয়! তারপরও প্রবাস নামে যুদ্ধে তারা বিজিত সৈনিক মনে করি,কারণ তারা চেষ্টা করে ব্যার্থ,তাই তাদের আমরা অবহেলা করতে পারি না৷

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply