২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৩৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

বন্ধু গাছ

     

 

এমকে চৌধুরী রানা

বন্ধু তুই ছিঁড়িস কেন

গাছে ফোটা ফুল,

জানিস এটা- মা বলেছেন

মস্ত বড় ভুল।

কেটে গেলে হাত ও পা

আমরা ব্যথা পাই,

গাছেরও তো প্রাণ আছে

বইয়ে পড়িস নাই?

ধীরে ধীরে বেড়ে ওঠে

ছোট্ট গাছের চারা,

অনুভূতি আছে ওদের

দেয় না শুধু সাড়া।

ফুল ও ফল দিতে ওরা

সদা ব্যস্ত থাকে,

আমরাও তো গাছের ছায়ায়

বসি খেলার ফাঁকে।

বন্ধু তুই আর ছিঁড়িস না

গাছের ফুল পাতা,

প্রখর রোদে বৃক্ষ হবে

মোদের বন্ধু ছাতা ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply