২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ছিনতাইকারীর বন্দুকযুদ্ধ

     

নগরীর টাইগারপাসের বালুরমাঠ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পেশাদার ছিনতাইকারী ও ৬ মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুই পু্লিশ সদস্য আহত হয়েছে।

গুলিবিদ্ধ ছিনতাইকারী মো: রাজু (২৬) খুলশী থানার মতিঝর্ণা এলাকার মৃত জালাল মাঝির ছেলে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ছুরি উদ্ধার করা হয় জানিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, টাইগারপাস বালুরমাঠ এলাকায় গভীর রাতে একটি ছিনতাইকারী গ্রুপকে আটক করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে রাজু ডান পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ছিনতাইকারীকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রাজু’র বিরুদ্ধে চারটি মাদকের, একটি ডাকাতি এবং একটি হত্যা মামলা আছে। একই ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে বলে জানান, ওসি প্রণব।

শেয়ার করুনঃ

Leave a Reply