২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৬:৩৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ

দেশ জুড়েই আলোচনা: বগুড়ায় তিন ট্রাক টাকা উদ্ধার

     

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাহজাহানপুরের একটি বিলে তিন ট্রাক ছেড়া টাকা পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় হুলস্থুল পড়ে গেছে।

আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা বিপুল পরিমাণ এসব টাকার ভগ্নাংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো বাংলাদেশ ব্যাংকে জমাকৃত ডাস্ট (ছেড়া) টাকা।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে তিনটি ট্রাকে করে শাহজাহানপুর উপজেলার চান্দায় বিলের ধারে বিপুল পরিমাণ ছেড়া এই টাকা দেখতে পায়। মূহুর্তেই এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে পুরো এলাকায় হুলস্থল পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বাংলাদেশে ব্যাংকের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, এগুলো ডাস্ট টাকা (ছেড়াসহ বিভিন্ন কারণে বাতিল)। পৌরসভার মাধ্যমে টাকাগুলো পরিত্যক্ত স্থানে ফেলে দেয়ার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার নির্বাহী পরিচালক জগন্নাথ ঘোষ বাতিল টাকা ফেলে দেয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আগেই পৌরসভাকে চিঠি দেয়া হয়। পৌরসভার মেয়রও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেড়া টাকাগুলোর মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের সংখ্যা বেশি।

শেয়ার করুনঃ

Leave a Reply