২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

ভয়েস অব হিউম্যানিটির ইস্ট ডেল্টায় উদ্যোক্তা সম্মেলন বুধবার

     

আফিফ পেয়ার
আগামী ২৫,সেপ্টেম্বর ২০১৯, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উদ্যোক্তা সম্মেলন ২০১৯’। এতে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অংশ নিবেন। ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনে সহযোগিতায় থাকছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও সানরাইজ সোস্যাল ফাউন্ডেশন । আয়োজন সম্পর্কে ভয়েস অব হিউম্যানিটির প্রেসিডেন্ট এবং সম্মেলনের কনভেনার জনাব এম.এ. হাসান বলেন – ‘নবীনদের সঙ্গে অভিজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞানবিনিময়, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তোলাই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ইটালির উইন উইন এসোসিয়েশনের প্রতিষ্টাতা ও সভাপতি প্রফেসর লুইসা ব্রুনোরি(অন লাইন), চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্সের পরিচালক সুলতানা নুরজাহান রোজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ হোসেন খালিদ, ইষ্ট ডেল্টা ইউনির্ভাসিটির বিবিএ ফ্যাকাল্টি ডিন ড. রাকিবুল কবির, ইংলিশ অলিম্পিয়াডে সিইও মোহাম্মদ আমান উল্লাহ আমান সাউর্দান ইউনিভার্সিটির একাডেমিক উপদেষ্টা মার্ক বার্থোলোমিউ, ডাক্তার নোমানস ডেন্টাল এ্যান্ড অর্থোডনটিকস এর সিইও ডাক্তার মোহাম্মদ নোমান ফারুক, কেমব্রিজ ইন্টারন্যাশনাল প্রাইমারি প্রোগ্রামের মডারেটর সুব্রত দাশ, বিসিএস হেল্পলাইনের সিইও এম. আরাফাত চৌধুরী, ল’ এ্যান্ড চাইল্ড রাইটস এক্টিভিস্ট মোহাম্মদ শাহাজাহান আলী চৌধুরী, ডেল্টা ইমিগ্রেশন এ্যান্ড ডেল্টা লার্নিং সেন্টারের সিইও মোহাম্মদ আলমগীর, সল্ট বিস্ট্রো এ্যান্ড ক্যাফে এর সিইও নাহিদা সুলতানা, ওয়ান বেটার ওয়ার্ল্ডের প্রতিষ্টাতা ও সভাপতি ডাক্তার সাদিয়া হক এবং প্রোগ্রামের সঞ্চালনায় থাকবেন ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটির লেকচারার মিথিলা আফরিন।

 

Chat Conversation End

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply