২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

সেন্টমার্টিনে ২ লাখ ইয়াবাসহ আটক ৮

     

সেন্টমার্টিন সাগর পথে পাচারকালে ২ লাখ ইয়াবাসহ ৮ জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিক কে আটক করেছে কোস্টগার্ড।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে গোপন সংবাদে সেন্টমার্টিন বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, মিয়ানমারের আকিয়াব জেলার মৃত সিদ্দার আলীর পুত্র মোঃ দইলা (২০),নুর আহাম্মদের পুত্র মোঃ রবি আলম(১৭), আব্দুল হাফেজের পুত্র মোঃ আলম(২৫), মোঃ করিমের পুত্র মোঃশফিকুল (১৮), মৃত মনু পুত্র মোঃ নুর (১৮), নুরুল হাকিমের পুত্র মোঃনুর আলম(৩০), মৃত লাল মিয়ার পুত্র আলী আজমদ(২০), আবু সুফিয়ানের পুত্র নুরুল আমীন(৩৫)।

কোষ্টগার্ড টেকনাফ স্টেশন লেঃ কমান্ডার সোহেল রানা জানান, গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে একটি টহল দল অভিযান যায়। এরপর গভীর সাগরে একটি কাঠের বোটকে দেখতে পেয়ে থামানোর ইশারা দেওয়া হয়। এক পর্যায়ে বোটটি তল্লাশী করে ২ লক্ষ ইয়াবা পাওয়া যায়। এসময় বোটে থাকা ৮ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত এই ইয়াবা গুলোর সাথে আর কোন মাদক কারবারি জড়িত আছে কিনা জানতে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

আটক ৮ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply