১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ

আলীকদমে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি

     

 

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
চিম্বুক পাহাড়শ্রেণির অংশ ‘ডিম পাহাড়’ এর দখল নিয়ে থানচি উপজেলা প্রশাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে আলীকদম প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে ডিম পাহাড় পার্বত্য আলীকদম উপজেলারই অংশ দাবী করে বান্দরবান জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‘সচেতন নাগরিক মহল’ এর ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন আলীকদম উপজেলা চেয়াপরম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, আলীকদম-থানচি সড়কে অবস্থিত ডিম পাহাড় আলীকদম উপজেলার পূর্ব সীমানায়। সারাবছর পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে ডিম পাহাড় এলাকা। ডিম পাহাড় আলীকদম সীমান্ত এলাকায় হওয়া কারণে এ সড়কের ২৬ কিলোমিটার এলাকায় আলীকদম সেনা জোনের আওতাধীন সেনা ক্যাম্প স্থাপন করা হয়।
মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলীকদমÑথানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় আলীকদম অংশের ডিম পাহাড়কে থানচি উপজেলা প্রশাসন অযৌক্তিকভাবে দাবি করছে।
প্রসঙ্গত : এর আগে ২০১৮ সালেও একটি মহল ডিম পাহাড় আলীকদমের অংশে ‘পয়েন্ট-২৪’ চট্টগ্রামের জিওসি কর্তৃক প্রস্তাবিত স্মৃতি সম্বলিত সাইন সরিয়ে নেয়ার মনগড়া ইচ্ছা পোষন করেছিল। বিষয়টি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট মহল নজরে আনা প্রয়োজন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply