২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৯:৪৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা মঞ্চের আসন নিয়ে নিউ ইয়র্কে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

     

বাংলা প্রেস, নিউ ইয়র্ক

আগামী ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা মঞ্চের আসন ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জন আহত হয়েছেন। সংঘর্ষের পর হামলাকারী ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সময় গত রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নিউ ইয়র্কসহ সারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রস্থ বার্তা সংস্থা বাংলা প্রেস।
প্রতি বছরের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা মঞ্চের আসন বেচাকেনা শুরু হয়েছে গত দু’মাস আগে থেকেই।বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা মঞ্চে বসার সুযোগ করে দেন বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান।নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনে উপলক্ষ্যে গত রোববার রাতে জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে এক প্রস্ততি সভায় আয়োজন করা হয়।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের সম্পাদক ওয়ালী হোসাইনসহ কয়েকজন নেতা প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন।
এমন সময় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ওই সভায় উপস্থিত হয়ে তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।একই সঙ্গে সভাপতি সিদ্দিকুর রহমানের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও দলের কর্মীরা জানান, গণসংবর্ধনায় চেয়ার বরাদ্ধ নিয়ে দু’দিন আগে থেকেই ওয়ালী হোসাইনের স‌ঙ্গে এমদা‌দের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমদাদের দাবি, নিউ ইয়র্ক আওয়ামী লীগকে সামনের সারি ও মোট চেয়ারের অর্ধেকের বেশি বরাদ্ধ দিতে হবে। এ সময় ড. সিদ্দিকুর রহমান উপস্থিত থাকলেও বরাবরের মত কোন ভূমিকা নেননি।ওয়ালি হোসাইন তাকে জানান, প্রতিটি স্টেট আওয়ামী লীগের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্ধ রেখে প্রস্ততি প্রায় সম্পন্ন করা হয়েছে। এতেই ক্ষেপে যান নিউ ইয়র্ক মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন।
এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি শুরু হয়।এতে ওয়ালী হোসাইন নামে একজন আওয়ামী লীগ নেতা আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এমদাদ চৌধুরী ও তার ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন দলের নেতাকর্মিরা। সম্মেলন সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মনগড়া ও একক সিদ্ধান্তে দল পরিচালনা করছেন সিদ্দিক। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেতাকর্মিরা।দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে দল।ফলে দিন দিন আরো ক্ষোভ প্রকাশ পাচ্ছে।অধিকাংশ নেতাকর্মিরা দাবি করছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসার আগেই মেয়াদ শেষ হওয়া কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যেমে একটি সুষ্ঠ কমিটি গঠন হোক। গত বছর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই ‘নো মোর সিদ্দিক’ বলে শ্লোগান তুলে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল এবারে যেন সে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এতাই নেতাকর্মিদের দাবি।প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করতে দু’গ্রুপেই জোর প্রস্তুতি নিচ্ছেন।                                                                     

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply