২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

চট্টগ্রামে কেএসআরএম এর বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

     

চট্টগ্রামে আগ্রাবাদ গোসাইল ডাঙ্গায় কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) এর বিরুদ্ধে জমি জবর-দখলের অভিযোগ উঠেছে।

এই অভিযোগে পৈতৃক ভিটেমাটি জবরদখল, হুমকি-ধমকির প্রতিবাদে এরং সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে একটি হিন্দু পরিবার।

আজ রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডলি রানি শীল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, পৈতৃক সূত্রে কালিকুমারের একমাত্র পুত্র কুমুদ রঞ্জন শীলে ( আমার বাবা) এক কানি ২ গান্ডা তিন করা ( প্রায় ৪৬ শতক) সম্পত্তির মালিক হন। নগরীর বারিক বিল্ডিং মোডে সেই জায়গায় এখন (কেএসআরএম) গ্রুপের কবির আহম্মাদের নামে বিএস জরিপ করে ভোগ করছে । কয়েক কোটি টাকার সম্পত্তি থাকার পরও আমরা খুব কষ্টে বেঁচে আছি ।

সম্পত্তি ফিরে পেতে আমরা প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি।

এই বিষয়ে কেএসআরএম -এর কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে জিএম শাখাওয়াত হোসেন বলেন, একটি বিশেষ মহলের ইশারায় এই সংবাদ সম্মেলনটি করেছে।তাদের কোন বৈধ কাগজ পত্র নেই। সাম্প্রদায়িক অশান্তির জন্য একটি বিশেষ মহল এগুলো করাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply