১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

শিল্প উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম এওটিএস অ্যালমনাই সোসাইটির সেমিনার

     

 

চট্টগ্রাম এওটিএস অ্যালমনাই সোসাইটি’র উদ্যোগে শিল্প উৎপাদন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী কর্মশালা আজ ১৪ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ ওয়েলপার্ক হোটেলের সোনার বাংলা কনফারেন্স হলে শুরু হয়েছে। বিদেশি প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই অংশীদারি সংস্থা (এওটিএস) প্রশিক্ষণ, বিশেষজ্ঞ প্রেরণ এবং অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা প্রচারের জন্য উন্নয়নশীল দেশগুলিতে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি জাপানী সংস্থা। তারই ধারাবাহিকতায় সংগঠনটি চট্টগ্রামে এই সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম এওটিএস অ্যালমনাই সোসাইটি’র সভাপতি সাইফুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএসআরএম গ্র“পের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী এফসিএ। উদ্বোধক ছিলেন জাপানী নাগরিক এওটিএস নিউদিল্লী অফিসের জেনারেল ম্যানেজার হিসাসী কান্দা। সেমিনারে মূল পেপার উত্থাপন করেন ইন্ডিয়ার চেন্নাইয়ের বালা কৃষ্ণনান পালা নিয়া প্রাণ। সেমিনারটি সঞ্চালন করেন সেমিনার ওয়ার্কশপ কমিটির কো-অর্ডিনেটর এ ইউ এম জোবায়ের ও এসোসিয়েট কো-অর্ডিনেটর সাজ্জাদ মাহমুদ চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারী ডা. সালেহ জহর, আইপিপি’র ফাস্ট প্রেডিসেন্ট ইঞ্জিনিয়ার কামালুর রহমান, উপদেষ্টা মো. ফিরোজ শাহ, মোহাম্মদ জাহাঙ্গীর ও সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ জামিল উদ্দিন চৌধুরী। দুদিনব্যাপী এই সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন ইন্ডাস্ট্রির ৫৬ জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারটাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে জাপানের এওটিএস, ইন্ডিয়ার এফএএএআই ও বাংলাদেশের ওয়েলগ্র“প। অনুষ্ঠানের প্রথম দিনে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply