২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

ঢাবিতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে অনলাইনে নতুন সংযোজন ইডুবোট শুভ উদ্বোধন

     

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টায় ডাকসু অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( ডাকসু) ভিপি নুরুল হক নুর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন এবং যুগ্ম আহবায়ক ফারুক হাসান ইডুবোটের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইডুবোট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবে ভর্তি পরীক্ষার সময়সূচি, আসন বণ্টন, ফলাফল, ভর্তি প্রক্রিয়া, বিষয় পরিচিতি, জরুরী সহায়তা, কেন্দ্রীয় ভর্তি আসনের সাথে যোগাযোগ এবং ভর্তি সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদান করবে ‘ইডুবোট’। বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীত বর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইনের মূল উদ্যোগে ইডুবোট তৈরি করা হয়েছে। সাথে সহোযোগী উদ্যোক্তা হিসাবে ছিলেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থবনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ এমেলি জামান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাফিল হোসাইন এবং মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল বাকি।

ইডুবোট কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি মেসেঞ্জার চ্যাট ভার্সন। যা ভর্তি কার্যক্রম সংক্রান্ত যেকোন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর প্রদান করবে। ইডুবোর্ট এর প্রধান উদ্যোক্তা আকরাম হোসাইন বলেন, আমাদের ইডুবোর্ট এর মাধ্যমে একজন গ্রামের শিক্ষার্থী শুধুমাত্র মেসেঞ্জার ব্যবহার করে ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে পারবে। আমরা আগামীতে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পর্যায়ক্রম এতে চালু করবো । ফারুক হাসান বলেন, আমরা ইডুবোর্ট ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডেস্ক স্থাপনে ব্যাবস্থা করেছি। এবং নির্দিষ্ট টি-শার্ট পরিহিত ভোলান্টিয়ারের রাখার ব্যাবস্থা করেছি। ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক সংগঠন তথ্য সরবরাহের পাশাপাশি প্রশ্নফাস যেন না হয় সে ব্যাপারে গোপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply