২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরার মালিক ও কর্মচারীদের করনীয় নিয়ে সেমিনার কাল

     

৮ সেপ্টেম্বর, রোববার ২০১৯ নগরীর রীমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি করর্পোরেশন এর উদ্যোগে নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরার মালিক ও কর্মচারীদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোঃ সামসুজ্জোহা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাস্ট্রিট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর হোটেল-রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ ভুইয়া সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেমিনারে চট্টগ্রাম মহানগর হোটেল-রেস্তোরা মালিক সমিতি বিভিন্ন পর্যায়ের সদস্য ও ক্যাব নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশনিবেন বলে আশা করা যাচ্ছে।

সেমিনারে চট্টগ্রাম মহানগর হোটেল রেস্তোরা মালিক সমিতির সদস্য, ক্যাব নেতৃবৃন্দ ও সরকারী-বেসরকারী প্রতিনিধিদেরকে যথাসময়ে সেমিনারে অংশগ্রহনের জন্য ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র ও যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply