২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:৩৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে নবাগত জেলা প্রশাসকের সাথে কেইউজে’র মতবিনিময়

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের শাপ্লা চত্ত্বর এলাকায় কেইউজে’র অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। গণমাধ্যম কর্মীরা যদি সহজভাবে তথ্য পেয়ে যান, তাহলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। সেজন্য সংবাদমাধ্যমের সাথে সম্পর্কিত পেশাজীবিদের জীবনমান উন্নয়নে সবার এগিয়ে আসা উচিত।

তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বলেন, বুদ্ধিবৃত্তিক পেশার মানুষদের কর্মদক্ষতার কারণেই বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম বেড়ে চলেছে। এই ধারা অব্যাহত রাখতে হলে গণমাধ্যম এবং প্রশাসনের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় রাখতে হবে। জনগণের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে হলে তথ্যের আদান-প্রদানকে আরো জোরালো করতে হবে। বর্তমান সরকার সেজন্যই তথ্য অধিকার আইনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

এসময়, জেলা প্রশাসক কেইউজে এর নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার জন্য ভূমির সংস্থান এবং কেইউজে’র অস্থায়ী কার্যালয়ের ভাড়া প্রদানের ক্ষেত্রে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

কেইউজে সভাপতি সাংবাদিক নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি সৈকত দেওয়ান, সাবেক সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সাংধারণ সম্পাদক কানন আচার্য, কোষাধ্যক্ষ দুলাল হোসেন বক্তব্য রাখেন।

এর আগে, নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়নের পক্ষ থেকে ফুল দিয়ে বরণের পাশাপাশি উত্তরীয়, ক্রেস্ট এবং লোগো সম্পর্কিত টি-শার্ট উপহার দেয়া হয়। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সকল সদস্যবৃন্দসহ জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply