১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪১/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

     

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ গত ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় সেবাখোলা মন্দিরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাঃ হরিপদ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব। প্রধান ধর্মীয় আলোচক উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অমর বিকাশ নন্দী, বিশ্বজিৎ পালিত, রনজিৎ কুমার চৌধুরী, অধ্যাপক দয়াল রায়, এড. উত্তম কুমার মহাজন, সাংবাদিক বিশ্বজিৎ রাহা, এড. নিরঞ্জন চৌধুরী, তাপস চন্দ্র বাবু, প্রদীপ কুমার রায়, কাজল কান্তি পাল, ডাঃ বিপুল চন্দ্র রায়, ভজন কান্তি নাথ, ডাঃ বিপুল চন্দ্র রায়, অরুন কান্তি নাথ, মিহির কান্তি শীল, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, গুরুপদ শীল, প্রিয় রঞ্জন ভট্টাচার্য, সদস্য সচিব সুমন বণিক, শিমুল ধর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার শীল। সভাপতিত্ব করেন মাস্টার রতন কান্তি চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ প্রতাপ রায়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মিলন নাথ, সহকারী মাস্টার প্রদীপ দে ও আশীষ চক্রবর্তী। এজেন্ট ছিলেন ভজন কুমার নাথ ও কানন দেওয়ান। ২য় অধিবেশনে দ্বি-বার্ষিক সম্মেলনে পরোক্ষভাবে মাষ্টার রতন কান্তি চৌধুরীকে পুনরায় সভাপতি ও ভোটের মাধ্যমে ৬০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয় কাজল শীল। অনুষ্ঠান সুচি: সকাল ৮টায় পূজা ও চণ্ডিপাঠ, প্রথম অধিবেশন সকাল ১০টায় সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ, সকাল ১০.৩০টায় সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ ও আলোচনা সভা, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ, দ্বিতীয় অধিবেশন দুপুর ২টায় দ্বি-বার্ষিক সম্মেলন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply