২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৩/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

ফেসবুকে ভাইরাল হওয়া ‘নতুন মোটরযান আইন’টি গুজব

     

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ এবং এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি পোস্ট ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার এ সম্পর্কে সেতু মন্ত্রণালয়ের উপতথ্য প্রধান আবু নাসের টিপু স্বাক্ষরিত একটি তথ্য বিবরণীতে সেটিকে গুজব বলে উল্লেখ করা হয়। তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই তথ্য বিবরণীতে মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০০৯-এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে। প্রকৃতপক্ষে, সড়ক পরিবহন সেক্টরে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোন আইন বাংলাদেশে নেই।  সবটুকু খবর পড়তে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply