২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

আনোয়ারায় একযোগে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

     

 ভ্রাম্যমান প্রতিনিধি

আনোয়ারায় একযোগে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।।আজ সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল শিক্ষার্থীদের নিয়ে গাছ লাগিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, স্কুল সভাপতি মোঃ নুর হোসেন সহ প্রমুখ।

এই সময়  স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, আমরা যে চারাগুলো রোপণ করেছি, এ চারাটি রোপণ করাতেই আমাদের আজকের এই আনুষ্ঠানিকতা শেষ না হয়। একেকটি ছাড়া রোপণ করলাম এই চারাগুলো যেন বড় হয়ে আমাদেরকে ফল দেই ও ছায়া দেই। সেই পর্যন্ত আমরা চারাটির যত্ন করব, লালন করব। যেভাবে আমরা একটি শিশুকে লাালন করে একজন আদর্শবান মানুষ পরিণত করি, ঠিক একইভাবে চারাটিকে যত্ন করতে চাই৷

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply