২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৩১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে শেখ রাসেল স্মৃতি সংসদের ঈদ পূর্ণমিলন ও শোক সভা

     

 কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :মোহাম্মদ মনির

কর্ণফুলী উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদের ঈদ পূর্নমিলন ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে আগস্ট শুক্রবার সন্ধ্যায় শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা নাসির উদ্দিনের সভাপতিত্বে সাকিব ও সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বড়উঠান ইউনিয়ন এর সাবেক সাংগঠনিক সম্পাদক, যমুনা সিবিএর দপ্তর সম্পাদক  আব্দুল মান্নান এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিবিএ এর সাধারণ সম্পাদক ইয়াকুব। কর্ণফুলী উপজেলার সহ সভাপতি এস এম হোসেন ও কায়সারুজ্জামান। এতে বক্তব্য রাখেন, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম হোসেন, কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক আনিস, ছাত্রলীগ নেতা কামাল উদ্দীন রুবেল,যুবলীগের নেতা সাইফুদ্দিন,যুবলীগ নেতা লুকমান হাকিম,সেচ্ছাসেবক নেতা সেলিম,মুছা,মান্নান ও শেখ রাসেলের সদস্যবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি তার যৌবন কাল বাংলার স্বাধীনতার জন্য উৎর্সগ করেছেন। তার বলিষ্ট নেতৃত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।কুলাঙ্গাররা মনে করেছিল তাকে মেরে পেললে চলে যাবে চিরতরে, চেয়েছিল বাংলাদেশের সম্ভাবনাকে চিরদিনের জন্য মুছে ফেলার। কিন্তু তারা জানেনা বঙ্গবন্ধু আমাদের অন্তরে গেঁতে রেখেছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply