২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, আটক ২

     

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৭ এর একটি দল।

এসময় তাদের কাছ থেকে প্রতারনার টাকাও উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকা আদায় করে দুই প্রতারক।

শুক্রবার (২৩ আগস্ট) তাদের আটক করা হয়। আটক দুই প্রতারকের নাম, এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে বলেন, র‌্যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব সদস্যরা।

তারা এক ব্যক্তিকে র‌্যাব সদস্য পরিচয়ে ভয় দেখিয়ে আনুমানিক ৫ লক্ষ টাকা আদায় করে। প্রতারণার অভিযোগ পাওয়ার পর র‌্যাব এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply