২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৪৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

ছয় দিনে আয় ১১৫ কোটি

     

মাত্র পাঁচ দিনে শতকোটির ক্লাবে ঢুকেছে ভারতের মঙ্গল অভিযান নিয়ে নির্মিত ছবি ‘মিশন মঙ্গল’। দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘২.০’ ছবিকে টপকে দ্রুততম ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে অক্ষয় কুমার অভিনীত এ ছবি। ষষ্ঠ দিনেও বক্স অফিসে শাসন জারি রেখেছে ছবিটি।

মুক্তির দিনে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ‘মিশন মঙ্গল’। রেকর্ড গড়ে প্রথম দিন সংগ্রহ করে ২৯ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিন কমলেও তৃতীয় দিনে ফের চাঙ্গা হয় এ ছবির সংগ্রহ-সূচক। চতুর্থ দিন রোববার খুব ভালো সংগ্রহ করে ছবিটি। আর পঞ্চম দিনে সংগ্রহ কমলেও ঢুকে গেছে শতকোটির ঘরে। ষষ্ঠ দিনেও ভালো আয় করেছে ছবিটি।

রজনীকান্ত অভিনীত ‘২.০’ ছবিতেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, এ ছবিও পাঁচ দিনে শতকোটির মাইলফলক ছোঁয়। দেশীয় বক্স অফিসে শতকোটি অতিক্রম করতে অক্ষয়ের সর্বশেষ ছবি ‘কেসারি’র লেগেছিল এক সপ্তাহ।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ষষ্ঠ দিনে গতকাল (২০ আগস্ট) ‘মিশন মঙ্গল’ সংগ্রহ করেছে আট কোটি রুপির কাছাকাছি। তাঁর পূর্বাভাস, প্রথম সপ্তাহে সহজেই ১২৭ কোটি রুপি আয় করবে ছবিটি। সবটুকু খবর পড়তে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply