১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৩/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

পাক পাঞ্জাতনের বৃক্ষরোপন কর্মসূচি ২০১৯ সফল ভাবে সম্পন্ন

     

“গড়িব সবুজ বাংলাদেশ” এ স্লোগানকে সামনে নিয়ে “পাক পাঞ্জাতন”এর বৃক্ষরোপন কর্মসূচির ২০১৯ সফল ভাবে সম্পন্ন হয়।১৮ অগস্ট সকাল ১০টায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলার ৬ নং বৈলতলী ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান এড.আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল,উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কবির আহম্মদ সওদাগর,মও.আবুল কাশেম আদ-দায়েমী,সংগঠনের সভাপতি ডা.আব্দুল আওয়াল,সহ-সভাপতি আব্দুর শুক্কুর,সেলিম আজিম,সাধারণ সম্পাদক শওকত হোসন চৌধুরী রিপন,প্রচার সম্পাদক মিজানুর রহমান, নুর মুহাম্মদ,সাজ্জাদ হোসেন,মুহাম্মদ এনাম,মুহাম্মদ মামুন,তৌহিদ,নাঈম প্রমুখ।
উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান এড.আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তিনি আরো বলেন”পাক পাঞ্জাতন” সংগঠন যেভাবে সামাজিক কর্মকান্ড করে আসছে তা প্রতিটা সংগঠনের জন্য অনুকরণীয় ,বিশেষ করে ১ নং ওয়ার্ডে ষাট হাজার টাকা ব্যয়ে রাস্তা সংস্কার,বন্যাদুর্গত মানুষের মাঝে সর্ববপ্রথম ত্রান সামগ্রী বিতরণ, জঙ্গিবাদ,যৌতুক ও অযৌক্তিক কাবিন নিয়ে পাক পাঞ্জাতনের সামাজিক আন্দোলন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।তিনি এ সংগঠনের মঙ্গল কামনা করেন।
সংগঠনের পক্ষ থেকে শতাধিক ফলদ,বনজ ও ওষধি রোপন করা হয় ও মানুষের মাঝে বন্টন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply