২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারা সাগর উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ

     

আনোয়ারা থেকে আরমান হোসেন

বাঙালিকে বলা হয় “মাছে ভাতে বাঙালি”।নদী মাত্রিক দেশ বাংলাদেশ।বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্হিত বঙ্গোপসাগর।সাগরের সাথে গভীর মিতালী বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বসবাসরত মানুষদের।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা,সরেঙ্গা, জুঁইদন্ডী,রায়পুর গ্রামের মানুষের জীবিকা নির্বাহের প্রধান কাজ সাগরে মাছ ধরা। চলছে ইলিশের মৌসুম।বঙ্গোপসাগরে ধরা পড়ছে রূপালি ইলিশ।আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের উঠান মাঝির ঘাট,গলাকাটা ঘাট ও চিপাতলী ঘাটে প্রতিদিন প্রচুর ইলিশের দেখা মিলছে। ভরা ইলিশ মৌসুম থাকায় সাগরে ইলিশ ধরা পড়ছে বলে জানান সাগর পাড়ের জেলেরা। গলাকাটা ঘাটের ইলিয়াছ মাঝি বাংলাপোস্টবিডি প্রতিনিধিকে জানান, গভীর সমুদ্রে ইলিশ ধরা পড়ছে।এতে,আমাদের ভাগ্য সহায় হয়েছে। তবে,বেপারিরা বাজার মূল্যের ন্যায্য দাম দিচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি। অনেকে স্হানীয় চাঁদাবাজদের চাঁদাবাজির অভিযোগও করেন। সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও বাজারে বড় ইলিশ কেজি প্রতি ৮০০-১০০০,মাঝারি ইলিশ ৪০০-৬০০ ও ছোট ইলিশ ২৫০-৩৫০ বিক্রি হচ্ছে। ইলিশের দাম হ্রাস না পাওয়ায় সন্তুষ্ট নয় ক্রেতারা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply