২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:০৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

আগামী ২৪ ঘন্টার মধ্যে সব বাজারের দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশনা

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে চসিক বাজার মনিটরিং টিম আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল বাজারের দোকান গুলোতে ও মূল্য তালিকা টাঙ্গানোর জোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে চসিক জনসংযোগ সূত্রে জানান।

সোমবারের অভিযানকালে কর্ণেলহাট সিটি কর্পোরেশন বাজার ও পাহাড়তলী ঝাউতলা বাজারে পণ্যের দাম ও মান মনিটরিং করা হয়। এই সময় কর্ণেলহাট বাজারের সব দোকানে দ্রব্যমূল্যের তালিকা টাঙ্গানো ও সঠিক ওজনের বিষয়টি নিশ্চিত করা হয় এবং বাজারে স্থাপিত সিটি কর্পোরেশনের ওজন মাপার স্কেলে পণ্যের ওজন সঠিক আছে কিনা যাচাই করার জন্য ক্রেতা সাধারণকে অনুরোধ করা হয়।
একই অভিযানে ঝাউতলা বাজারের পণ্য সামগ্রী মূল্য মনিটরিং করা হয় এবং যে সমস্ত দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি তাদেরকে অভিযানকালে চসিক প্যানেল মেয়র ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মহিলা কাউন্সিলর মিসেস আবিদা আজাদ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply