২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশে পথে পথে যাত্রী ভোগান্তি ভাড়া দুই তিন গুন বৃদ্ধি

     

পথে পথে যাত্রী ভোগান্তি, ভাড়া দুই তিন গুন বৃদ্ধি করে ওরা।যাত্রীরা নিরুপায় হয়ে পড়েছে। কোতোয়ালী টু নতুন ব্রীজে ১০ টাকার স্হলে ১৫ টাকা এবং নতুন ব্রীজ থেকে  কালামিয়া বাজার ৫ টাকার স্হলে ১০ টাকা নিচ্ছে।এটা সামান্য উদাহরণ মাত্র। ঘাটে ঘাটে বেড়ে ভাড়া। ট্রেনে শিডিউল বিপর্যয় আর সড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি মাথায় নিয়েই বাড়ির পানে ছুটছেন ঘরমুখো মানুষ।

গেলো কয়েকদিনের মতো আজো যথাসময়ে ছাড়েনি বেশিরভাগ ট্রেন। চরম শিডিউল বিপর্যয়ে ঘণ্টার পর ঘণ্টা প্লাটফর্মেই সময় কাটছে যাত্রীদের। একই সঙ্গে উপচে পড়া যাত্রীদের ভিড় দেখা গেছে ছেড়ে যাওয়া ট্রেনের ভেতর ও ছাদে। এতে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে, বাসযাত্রীদের অভিযোগ ছিল দেরি করে বাস ছাড়ার। মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে বাস গন্তব্যে ঠিকমতো পৌঁছে আবার ফিরে আসতে না পারায় তৈরি হয়েছে এই সংকট।তবে তেমন কোনো ভোগান্তি না থাকলেও লঞ্চ ভরে গেলেও যথা সময়ে না ছাড়ার অভিযোগ ছিল নৌযাত্রীদের।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply