২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:১০/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

ঈদ-উল-আযহাকে সামনে রেখে ব্যস্ত আনোয়ারার কামার পল্লী

     

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে আনোয়ারার কামার পল্লীগুলোতে দা,চাপাতি,ছুরি,বটি তৈরির ও শান দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছে কামারীরা। ঠুং ঠুং শব্দতে মুখরিত কামারপল্লী। লোহার তৈরি নতুন দা,চাপাতি,ছুরি,বটি তৈরির পাশাপাশি পুরাতনগুলো শান দেওয়ার কাজ চলছে অবিরত। উপজেলার বটতলী রুস্তমহাট,মহালখাঁন বাজার,মালঘর বাজারসহ অন্যান্য কামারপল্লীর কামারেরা ব্যস্ত সময় পার করছে। জানা যায়, কামারীরা বড় ছুরি ৩০০-৪০০,বটি ২০০-৩০০ ও ছোট ছুরি ৫০-২০০ দরে বিক্রি করছে।আবার বিভিন্ন জিনিসপত্র লোহার ওজনের উপর ভিত্তি করেও বিক্রি করা হয়।তাছাড়া ৫০-১০০ টাকায় পুরাতন দা,বটি,ছুরি,চাপাতি শান দিচ্ছে। বটতলীর সুমন কর্মকার বাংলাপোস্টবিডি প্রতিনিধিকে জানান,এই বছর জিনিসপত্র কম বিক্রি হচ্ছে।পুরাতন জিনিসপত্র শান দেওয়ার কাজেও যথেস্ট আয় হচ্ছেনা। কামারে শান দিতে আসা রহিম মিয়া জানান, কোরবানি দাতা বৃদ্ধি হওয়ায় কামারীরা জিনিসপত্র সঠিক সময়ে দিতে গড়িমসি করছে। সব মিলিয়ে ঈদ-উল-ফিতরে ব্যস্ততায় দিন কাটছে কর্মকারদের।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply