২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শরফুল হাসনাইন (শরফু)’র নাগরিক শোক সভা অনুষ্ঠিত

     

 

মহান ৭১ এর মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী ফটিকছড়ি থানা নানুপুর গ্রামের নিবাসী মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টরের মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন গ্র“পকমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ শরফুল হাসনাইন (শরফু) এর নাগরিক শোকসভা আজ বিকাল ৫টায় নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ এর সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইদ্রিসের সঞ্চালনায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মীর্জা আবু মনছুর। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, বীরমুক্তিযোদ্ধা এস.এ. মনসুর, বীরমুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হারিছ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ, বীরমুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, বীরমুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, বীরমুক্তিযোদ্ধা প্রদ্যৎ কুমার পাল, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউসুপ, বীরমুক্তিযোদ্ধা আমির কাসেম, বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা অনজন সেন, বীরমুক্তিযোদ্ধা সুখেন্দু ধর, বীরমুক্তিযোদ্ধা অমূল্য ধর, মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম মোস্তাফিজ, শিল্পী সমীরণ পাল এবং স্মরণ সভায় মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বিশদ স্মৃতিচারণমূলক আলোচনা করেন এবং ফটিকছড়িতে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শরফুল হাসনাইন (শরফু) এর নামে একটি সড়কের নামকরণের জোরালো দাবী জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply