১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

আলো ছড়াচ্ছে স্যার এ এফ রহমান সাহিত্য সংসদ

     

মুহাম্মদ ইলিয়াস হোসেন

দুটি টেবিল, পাশে কয়েকজন ছেলে, তারা আলো বিলাচ্ছে। প্রতি সপ্তাহে একবার করে আলোর মশাল স্তূপ করে টেবিলের উপরে রেখে, তার পাশে কখনো বসে বা দাঁড়িয়ে থাকে এই ছেলেরা আলো বিলানোর জন্য। বিনামূল্যে আলো নিতে তারা ডাকে অন্যদের। তুলে দেয় অন্যদের হাতেও আলো। এই আলো বিলানোর মধ্যেই যেন ওদের সকল প্রশান্তি। সকল কাজ রেখে প্রতি শুক্রবারে ওঁরা জড়ো হবেই আলো নিয়ে হল গেটে। থাকেও সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। বলছিলাম স্যার এ এফ রহমান সাহিত্য সংসদের কথা।

গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদ। প্রতিষ্ঠার পর থেকেই নতুন উদ্যোমে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ(আহমেদ) এফ(ফজলুর) রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থাকলেও সেখানে তার কোনো স্মরণ ছিল না সাহিত্য সংসদের এই শাখাটি প্রথম সে অধ্যায়ের নিপাত ঘটিয়ে স্মরণ সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বাঙালি উপাচার্য  স্যার এ এফ রহমান স্মরণে আয়োজন করা হয় তার জীবন ও কর্মের উপর “স্মারক রচনা প্রতিযোগিতা” এবং আলোচনা সভার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এরপর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজন করা হয় বিখ্যাত কথাসাহিত্যিক জহির রায়হানের ভাষা আন্দোলনের উপরে লেখা ‘আরেক ফাল্গুন’ বইয়ের ‘বই পর্যালোচনা প্রতিযোগিতা’। বাংলার ষড়ঋতুর প্রতিটি ঋতুতে একটি করে সাহিত্য দেয়ালিকা প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে ২টি প্রকাশিত হয়েছে। এছাড়া বিশেষ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। যেমন, ৭-ই মার্চ উপলক্ষে বিশেষ দেয়ালিকা “তর্জনী” প্রকাশ, মে দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হুমায়ুন আহমেদ এর ৭ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। এর পাশাপাশি রয়েছে মাসিক পাঠচক্র, মাসিক সাহিত্য আড্ডার আয়োজন।

গত মার্চ থেকে শুরু হয় স্যার এ এফ রহমান সাহিত্য সংসদের পাঠাগার কার্যক্রম। পাঠাগারে মোট বই রয়েছে সাতশত এর উপরে। প্রতি সপ্তাহের শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত সাহিত্য সংসদের কর্মীরা বইয়ের পসরা বসান। বইগুলো খোলামেলা ভাবে হলগেটে টেবিলের উপরে রাখা হয়, যাতে করে হলের আবাসিক শিক্ষার্থীরা এমনি হেঁটে যাওয়ার সময় তাদের নজরে আসে বইগুলো। দেখতে দেখতে বইয়ের প্রতি তাদের যাতে এক প্রকার ভালোবাসা জন্মে এবং সেখান থেকে যাতে তাদের পছন্দের বইটি নিয়ে পড়তে পারেন। বই নিতে কোনো প্রকার টাকা দিতে হয় না। একজন একটি করে বই এক সপ্তাহের জন্য স্বীয় কক্ষে নিয়ে পড়তে পারেন, পরে আবার ফেরত দিতে হয়। আবার কেউ চাইলে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদকে পড়ে ফেলা পুরাতন বইটি কিংবা নতুন বইটি স্থায়ীভাবে বা কিছুদিনের জন্য প্রদান করতে পারেন। এভাবে বইয়ের আলো বিতরণ কার্যক্রম চলছে বলে জানান স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের সহ প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

প্রতি সপ্তাহে কত জন শিক্ষার্থী আপনাদের সাহিত্য সংসদ থেকে বই নিয়ে পড়েন এবং কত জন শিক্ষার্থী এখন পর্যন্ত বই নিয়েছেন জানতে চাইলে ফয়সাল আহমেদ বলেন,‘প্রতি সপ্তাহে শিক্ষার্থীরা গড়ে আমাদের কাছ থেকে ৪০টির মতন বই নেন। এখন পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী আমাদের পাঠ্য কার্যক্রমের সাথে যুক্ত হয়ে বই নিয়ে পড়ছেন।’

আরও কি কি কার্যক্রম হাতে নিয়েছেন জানতে চাইলে ফয়সাল আহমেদ বলেন,‘স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের সার্বিক সহযোগিতায় আমরা আগস্ট মাসের শেষ সপ্তাহে একটি বিশেষ সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করবো। এছাড়া ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ, প্রতি বছর ১০ ডিসেম্বর স্যার আহমেদ ফজলুর রহমান স্মারক রচনা প্রতিযোগিতার আয়োজন, হল প্রাঙ্গণে বই মেলার আয়োজন এবং অত্র হলের সাহিত্য অনুরাগী নবীন লেখকদের বৃত্তি প্রদানের পরিকল্পনা আছে।’

স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদে যেসকল বই রয়েছে তন্মেধ্যে কিছু বইয়ের নাম জানতে চাইলে তিনি বলেন,‘আমাদের কাছে যেসকল বই রয়েছে তার মধ্যে কিছু বই হল: হৃদয়ের দখিন দুয়ার—আব্দুল্লাহ আল ইমরান, দিবানিশি — আব্দুল্লাহ আল ইমরান, কালচক্র — আব্দুল্লাহ আল ইমরান, বোকা ভাল্লুকের ডায়েরি — ফাহিম হাসান, চমনবাহার— ফাহিম হাসান, আংটি—সৈয়দ রোকন উদ্দিন, প্রেম—সৈয়দ মুজতবা আলী, বোবা কাহিনী- জসিম উদ্দীন, কমলাকান্তের দপ্তর– বঙ্কিমচন্দ্র, নৌকাডুবি— শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লীসমাজ— শরৎচন্দ্র, মেমসাহেব– নিমাই ভট্টাচার্য, দিবা রাত্রির কাব্য– মানিক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়াবালিকা- জান্নাতুন নাঈম প্রীতি, সাতকাহন— সমরেশ মজুমদার, বিষাদসিন্ধু — মীর মশাররফ হোসেন, ভালবাসা— ইমদাদুল হক মিলন, আহমদ ছফা উপন্যাস সমগ্র, লস্ট কমরেড— মাসুদুল হক, পুবের পূর্বপুরুষেরা— ঐ, কালবেলা—- সমরেশ মজুমদার, কালপুরুষ — সমরেশ মজুমদার, উত্তরাধিকার —- সমরেশ মজুমদার, গর্ভধারিণী —- সমরেশ মজুমদার, মানবজমিন — শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তোমার তুলনা তুমি – সুনীল গঙ্গোপাধ্যায়, ছবির দেশে কবিতার দেশে—সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎ উপন্যাস সমগ্র (শুভদা, অনুরাধা, মেজদিদি, বিন্দুর ছেলে, পরিণীতা, শেষ প্রশ্ন), জীবনানন্দ দাশের লক্ষ্মীপেঁচা —- জেসমিন মুন্নী, মাঝে মাঝে তব— ওয়াসিকা নুযহাত, তারানা— শাহাবুদ্দীন, ঘর— মোহিত কামাল, ঝড় ও জনৈক চিন্তাবিদ— মুহম্মদ নিজাম, মৃত্যুনদীর গান— অরণ্য আপন, কৃষ্ণকান্তের উইল– বঙ্কিমচন্দ্র, নৌকাডুবি — রবীন্দ্রনাথ, ঘরে বাইরে — রবীন্দ্রনাথ দারুচিনির দ্বীপ —- হুমায়ুন আহমেদ, ভুলগুলো, ভালোবাসাগুলো— আনিসুল হক
মায়া মায়াময়ী– মোহাম্মদ আবু মিসির, হিমুর মধ্যদুপুর– হুমায়ুন আহমেদ, সাহেব বিবি গোলাম– বিমল মিত্র, সোনালী দুঃখ– সুনীল গঙ্গোপাধ্যায়, আঙ্গারধানি– কিঙ্কর আহসান, চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস, মিসির আলী সমগ্র (২) – হুমায়ুন আহমেদ, নুহাশ ও আলাদিনের আশ্চর্য প্রদীপ, জননী- মানিক বন্দ্যোপাধ্যায়, চতুরঙ্গ – রবীন্দ্রনাথ, শেষের কবিতা- রবীন্দ্রনাথ , ঘরে বাইরে – রবীন্দ্রনাথ, পূর্ব পশ্চিম – সুনীল গঙ্গোপাধ্যায়, মানবজমিন, পথের পাঁচালি, তারাশঙ্কর – শ্রেষ্ঠ উপন্যাস, প্রথম আলো (২)- সুনীল, ভুলগুলো ভালবাসাগুলো- আনিসুল হক, নয়নিবুরুজ- হোসেন মোতাহার, একজন আলী কেনানের উথান পতন—আহমদ ছফা, মাতাল তরণী – হুমায়ুন আজাদ, অভিলাষ – বুদ্ধদেব গুহ, একটু উষ্ণতার জন্য – বুদ্ধদেব গুহ, বাবলি— নিমাই ভট্টাচার্য, গোধূলি —- নিমাই ভট্টাচার্য, ফুলচোর- শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীকান্ত — শরৎচন্দ্র, মেয়েরা যেমন হয়- সমরেশ মজুমদার, জোৎস্নায় বর্ষার মেঘ- সমরেশ মজুমদার, অপরুপা – ইমদাদুল হক মিলন, জুনায়রা- মেহনাস অর্ক, ভুল বারান্দা – মারুফ রেহমান, পূর্বপশ্চিম – সুনীল গঙ্গোপাধ্যায়

উপন্যাস: উপন্যাস সমগ্র- কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় জন্মের পর- সুমন্ত আসলাম, শুভ বর্ষণ- শুজা রশীদ, কুড়িগ্রামের কারসাজি – ফরিদুর রেজা সাগর, অরেণ্যে ইন্দ্রাণী – ওয়াহিদুর রহমান, মোনাজাত উদ্দীনের ডানা- ধ্রুব এষ, এপিলেপটিক হায়দার- তকীব তৌফিক, রুপন্তি- শিরিন ফেরদৌস, প্রাচী- বুলবুল চৌধুরী, কাক- আহমেদ ফারুক, গৃহশিক্ষক- মামুন হোসাইন, অপেক্ষা- জোবায়ের বিন ইসলাম, ভোরের সোনালী রোদ- চাঁদনী আহমেদ, ফেরারী জীবনের উপখ্যান – বোরহানউদ্দিন খান।

থ্রিলার / গোয়েন্দা / এডভেঞ্চার: অন্তরালে যে জন — আফসানা নীতু (থ্রিলার), স্পাই — অরুণ কুমার, জলপিপি, পলাতক, টিটন ও বনপলাশ, বামন।

প্রবন্ধ: খুশবন্ত সিং, ভারত স্বাধীন হল— মৌলানা আবুল কালাম আজাদ, রাষ্ট্র বনাম কিশোর বিদ্রোহ — তুষার আব্দুল্লাহ, ফাঁসির মঞ্চে কর্নেল তাহের একটি অজানা কাহিনী — আনোয়ার কবির সত্য মামলা আগরতলা, বিশ্ব পুঁজিবাদ এবং বাংলাদেশের অনুন্নয়ন—আনু মুহাম্মদ, A JOURNEY TOWARDS SERVING THE COMMON PEOPLE —MD. RAFIQUL ISLAM, একুশের কথা একুশের চেতনা— সম্পাদনা: ওবায়েদুল্লাহ মামুন, অখণ্ড বাংলার স্বপ্ন — আহসানুল্লাহ, চে– মুস্তাফিজ শফি, আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ — এস এম জাকির হোসাইন, ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মের নামে সন্ত্রাস — শাহরিয়ার কবির, তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণ – এমাজউদ্দীন, সমাজবদলঃ উন্নয়ন ও রাজনীতি – তৌহিদুল হক, একুশের প্রবন্ধ ২০০০, বিএনপি জোটের দূর্নীতির খতিয়ান, বিশ্বাসবাদ-বিজ্ঞানবাদ-যুক্তিবাদ-মৌলবাদ—– আহমদ শরীফ, আহমদ শরীফের ডায়েরি ভাব-বুদ্বুদ, নারী–হুমায়ুন আজাদ, দ্বিতীয় লিঙ্গ—সিমোন দ্য বোভোয়ার…অনুবাদ —হুমায়ুন আজাদ, কেন আমি নাস্তিক —ভগৎ সিং, কেন আমি ধর্মবিরোধী — বার্ট্রান্ড রাসেল, মার্জিনে মন্তব্য — সৈয়দ শামসুল হক, আমার অবিশ্বাস – হুমায়ুন আজাদ, নারীর কোন দেশ নেই – তসলিমা নাসরিন, বাংলা ব্লগের ইতিবৃত্ত – একরামুল হক শামীম, সংগঠন ও বাঙালি—আবদুল্লাহ আবু সায়ীদ, মিঞা শোভনের পাঠশালা, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ ও এনজিও–ড. মো নুরুল ইসলাম, উদ্যোক্তার প্রি-স্কুল— আমিনুল ইসলাম, প্রত্যভিযোজন– মেসবাহউদ্দিন খান, শ্রেষ্ঠ প্রবন্ধ — রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরীর প্রবন্ধ, রণেশ দাশগুপ্ত নির্বাচিত প্রবন্ধ, পঞ্চতন্ত্র – মুজতবা আলী, কথা চলচিত্রের — শাহাদুজ্জামান, উন্নত জীবন— ডা. লুৎফুর রহমান, মহৎ জীবন— ডা. লুৎফুর রহমান, শ্রেষ্ঠ রচনা সমগ্র – ডা. লুৎফর রহমান, ভাল্লাগে না– আয়মান সাদিক, আদর্শ ছাত্রের গুণাবলী নীতি ও নৈতিকতা — মুহাম্মদ আলী তালহা।

বাঙলার কাব্য —- হুমায়ুন কবির, বাংলা কবিতার ছন্দ— মোহাম্মদ মনিরুজ্জামান, বাঙালির অক্ষর, ভাব ও স্বভাব —- আফজালুল বাসার, শ্রী কৃষ্ণকীর্তন: কাব্যপাঠ ও জিজ্ঞাসা — উপল তালুকদার, মধ্যযুগের বাংলা গীতি কবিতা— আব্দুল হাই-আহমদ শরীফ, বাঙলা-লিপির উৎস ও বিকাশের অজানা ইতিহাস— এস এম লুৎফুর রহমান, অন্ত্যমিল অভিধান— দীপংকর চক্রবর্তী, সাহিত্যের বিত্ত বৈভব – মো জয়নুদ্দিন, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, কাব্যতত্ত্ব অন্বেষা , লোককলাতত্ত্ব ও মতবাদ, সাংস্কৃতিক ভূগোল- আবদুল বাকী, ইতিহাস ও ঐতিহাসিক – শামসুজ্জামান, বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতত্ত্ব:প্রাচীন বিহার–শামীমা নাছরিন, ভারতীয় দর্শন— অর্জুনবিকাশ চৌধুরী, দর্শন কুইজ— রফিকুল ইসলাম, কালের ধুলোয় স্বর্ণরেণু— শামসুজ্জামান খান, এ জনমের ভালবাসা—শমী কায়সার, নারী মুক্তি — তন্দ্রা বসু, মনোবিজ্ঞানের আলোকে ঈশ্বর দর্শন— রাজেশ দত্ত, ধর্মতত্ত্ব সার সংগ্রহ — সুধাংশু কুমার, বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতত্ত্বঃ প্রাচীন বিহার– শামীমা নাছরিন, ঢাকার স্মৃতি-৩ — মুনতাসীর মামুন, মুকসুদপুরের মুক্তিযুদ্ধ — ফিরোজ খান, এরিস্টটলের কাব্যতত্ত্ব— ড. সিরাজুল ইসলাম, ডেল কার্নেগী — রচনা সমগ্র, অনতিকালের কথা– কাজী মোহাম্মদ শীশ, স্বপ্নসারথি — শাহানুর আলম উজ্জ্বল, হার পেরেশানি কা এলাজ, তুমিও জিতবে— শিব রেখা, পরামর্শ ওজন কমানোর জন্য, ভূমি রেজিস্ট্রার ও জমিজমা সংক্রান্ত আইন, মনের মানুষ, প্রকল্প নকশা ও ব্যবস্থাপনা
, প্রবন্ধ সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, কালসন্ধা, রবীন্দ্রনাথ ও তার নারী চরিত্র, শাশ্বত বঙ্গ, অনুরণ পোলক

ইসলামিক বই: The Prophet —- Khalil Gibran,হজ্ব ও যিয়ারত নির্দেশিকা, ইসলামী অর্থনীতি –এম এ হামিদ, খান জাহান আলীর জীবনী, আল কুরআন ও আধুনিক বিজ্ঞান– ড. আনিসুর রহমান, ড. জাকির নায়কঃ লেকচার সমগ্র, পাঞ্জেগানা অজিফা, আরবি সাহিত্য সমালোচনা – আবু বকর সিদ্দিক, ইসলামী অর্থনীতিঃ নির্বাচিত প্রবন্ধ – হাবিবুর রহমান, ওলী আল্লাহর বাণী, আল্লাহ হাসিলের এক সহজ উপায়, বিশ্বাসের যৌক্তিকতা, জীবন উপভোগ করুন, আল কুরআন এক মহা বিস্ময়, অন্তরের রোগ-১, অন্তরের রোগ-২, তোমাকে বলছি হে যুবক।

জীবনী/ স্মৃতিকথা/ সাক্ষাৎকার: একাত্তরের শহীদ ডাক্তার আলীম চৌধুরী— শ্যামলী চৌধুরী, শহিদ শামসুজ্জোহা— আবদুল খালেক, মোনাতাজউদ্দিনের সংবাদ নেপথ্য, শোকাশ্রু— জাতীয় শোকদিবসের প্রকাশনা ২০১৩, বাংলাদেশের মরমি সাহিত্য ও রমি চর্চায় সৈয়দ আহমদুল হক— মোহাম্মদ বাহাউদ্দিন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মারক গ্রন্থ, ৬৭ পাওলো কোয়েলোর সাক্ষাৎকার, পুরনো ঢাকার হারানো দিন— মীর ফজলুল হক, হযরত ওমর (রা), শেখ হাসিনা– আবদুল মতিন, সিদ্ধার্থ — হেরমান হেস, আমার স্মৃতির বিষাদ গণিকারা–গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, কাঠপেন্সিল–হুমায়ুন আহমেদ, আত্মকথা– আবুল মনসুর আহমদ, সাফল্য স্মৃতি স্বপ্ন — নিজাম সিদ্দিক, মাইন ক্যাম্ফ- হিটলার, নীলিমার নিচে – সুলতানা কামাল, আমার মেয়েবেলা – তসলিমা নাসরিন, মুরসির জীবন ও দর্শন।

ছোটগল্প: নির্বাচিত গল্প—– হাসান আজিজুল হক, হারিকিউলিসের পাখা —জয়দীপ দে, যে গল্পের শেষ নেই—- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, উসকানিমূলক গল্প—- আখতারুজ্জামান আজাদ, জল রঙে আঁকা —- কাওসার পারভীন, বনফুলের শ্রেষ্ঠ গল্প, প্রথম কুঁড়ি— মোস্তাফিজুর রহমান টিটু, রুশ গল্প সংকলন, কিসসাপূরণ– কিঙ্কর আহসান, মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প, শরৎ গল্প সমগ্র, যে ফুল ফোটেনি — কে এম বদরুদ্দোজা, চালচিত্র – গল্প সংখ্যা, নির্বাচিত ভূতের গল্প – হুমায়ুন আহমেদ, মোল্লা নাসিরুদ্দিনের গল্প- সম্পাদনাঃ ইমাম হোসেন, মজার ভূত- হুমায়ুন আহমেদ, ছোট গল্পের বিশ্ব সংকলন, গড্ডলিকা – পরশুরাম।

অনুবাদ: মা— ম্যাক্সিম গোর্কি, প্রেশাস বেইন—- মেরী ওয়েব, মার্ক্স যখন সোহাতে— হাওয়ার্ড জিন, ডায়না: জনতার আদালতে— এ এইচ রনজু, দ্য আলকেমিস্ট— পাউলো কোয়েলো। অনুবাদ– আবিট হাসান, মাইন ক্যাম্ফ— হিটলার, আনা ফ্রাঙ্কের ডায়েরি, সংস্কৃতি লোকসংস্কৃতি জনসংস্কৃতি — জন স্টোরেই, আর্নেস্ট হোমিংওয়ের প্যারিসের স্মৃতিকথা – চলমান ভোজের শহর, ফিরে এলেন হোজা, দ্য জেনারেল অভ দ্য ডেড আর্মি– ইসমাঈল কাদীর, হিরোশিমা থেকে ড্রোনযুদ্ধ— নোম চমস্কি, আন্দ্রে ভিচেক ওয়ান্ডার — আর জে প্যালাসিও,  Rich Dad Poor Dad, Five Point Someone, কুকুরছানা — মারিও ভার্গাস ইয়োসা, half girlfriend, ক্বাছীদাতুল বুরদাহ– ড. মুহাম্মদ ফজলুর রহমান, পোয়েটিকস- এরিস্টটল, জুলর্ভান রচনা সমগ্র, দ্য পার্ল- জন স্টাইনবেক, শার্লক হোমস রচনা সমগ্র, সোফির জগৎ, দি ওল্ড ম্যান এন্ড দি সী।

নির্বাচিত ইংরেজি কবিতা, ছোটগল্প ও উপন্যাস: wings of fire, Man and Super man.

মহাকাব্য/কাব্যগ্রন্থ: মহাভারত — অনুবাদঃ রাজশেখর বসু, রামায়ণ, জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে—- ঢাবি শিক্ষার্থীদের কবিতা সংকলন, গীতাঞ্জলি —- রবীন্দ্রনাথ, বলাকা– রবীন্দ্রনাথ, মানসী – রবীন্দ্রনাথ সবকিছু নষ্টদের অধিকারে যাবে — হুমায়ুন আজাদ, প্রেমের কবিতা সমগ্র – জীবনানন্দ, নকশী কাঁথার মাঠ – জসিমউদদীন, শ্রেষ্ঠ কবিতা – সুনীল গঙ্গোপাধ্যায়, কবিতার সাথে একরাত—- হাসান মনি, চে গুয়েভারার সৌভাগ্য —- লে: কর্ণেল এম এম ইকবাল আলম, সত্ত্বা— সুলতানা ফেরদৌস রহমান তিথি, নির্বাচিত কবিতা—– উপল তালুকদার, ভালোবাসার লাল টিপ—মুহাম্মাদ আসাদুজ্জামান, নাগরিক হেমলকের অবাক মৃত্যপান—আরিয়াণ অপূর্ব দাস, অন্তর্দাহ —রনো আনোয়ার, মৌচাক—অপু চৌধুরী সম্পাদিত, কাব্যসমগ্র —-হুমায়ুন আজাদ, শ্রেষ্ঠ কবিতা —তাসলিমা নাসরিন, যে জ্বলে আগুন জ্বলে–হেলাল হাফিজ, ইশকনামা– সুব্রত অগাস্টিন গোমেজ, সাড়ে তিনশ’ বছর— বীথি সপ্তর্ষি, ইস্ত্রি করা জীবন আমার ভাল্লাগে না– সরকার আমিন, প্রথম রাতের উপাসনা— ঐ, কায়কাউসের ছেলে— সাইয়েদ জামিল, আলিফ এক মূর্খের ফিকির — শামশাম তাজিল, না পাওয়া ভালোবাসা — সুজাউদ্দৌলা, চক্রবাক, মাছেরা শহরে আসায় মানুষেরা নদীর ভাব ধরল- ফরহাদ নাইয়া, চতুর্দশপদী কবিতাবলি, সুরঞ্জনা ও বনলতা সেন, সোনার তরী – রবীন্দ্রনাথ, সারদামঙ্গল, কবিতা সংগ্রহ, লোকছড়া – রবীন্দ্রনাথ ঠাকুর, পদ্মাবতী কাব্য, চিরায়ত পুরান, বনলতা সেন, অর্কেস্ট্রা, কঙ্কাবতী, চোরাবালি, মানসী, চিত্রা,কল্পনা, সোনার তরী, মধ্যযুগের বাঙালির গীতি কবিতা, সাম্প্রতিক আমেরিকান কবিতা, চর্যাপদ – অতীশ মজুমদার, মেঘনাদ বধ কাব্য, অন্নদামঙ্গল কাব্য।

কবিতার বই: অতিরিক্ত সময়- আল হাদী, কচুরিপানার ডকুমেন্টারি- সাকিব জামাল(২টি), ফিনিক্সের ডানা- সরকার স্বপন, আবেগসন্তের বাক্যনেশা- ইফতেখার হোসেন, সংপাঠ- স্বরকল্পন আবৃত্তিচক্র, জীবনের বাসন্তী-রং ভালোবাসা – মারুফুল হাসান, কথকথা- কর্মকার অনুপ কুমার, পৃথক পার্থক্য – মুশফিক নবীন ও সোবহানী সৌরভ, অরেত্রি নামের একটি দুঃখ- সাঈফ জামান, সমন্বয় – মোহাম্মদ মিয়াজী ও মোহাম্মদ আহসান হাবীব(২), ভোরগুলো অন্যরকম – মন্দিরা এষ, সূর্যসিড়ি- বাংলাদেশ কবি পরিষদ (বাকব), মেঘ মৃত্যু আর ভালোবাসা – নুসরাত হক, মনবউ- সূনৃত সুজন, হৃদয় ছিলো বলে অনুপম সৌন্দর্য- মুকুল রায়, কবিতা ক্যু- সাকিব জামাল, উড়ন্ত পাখি- কাদির শিপু, মানুষ কোন ফুলের নাম নয়- শামীম আরেফিন, আমার হিয়ার মাঝে – মোঃ বাসিরুল ইসলাম লাবল, শরীর অশরীরী- রাফাত মিশু, স্বপ্নলোকে স্বর্গ- তারেক-উল আলম, কাব্যকণা- সানিম আহমেদ, মুজিব গাঁথা- এস এম জয়নুল আবেদীন, হৃদয় জুড়ে বাংলাদেশ – নিপু শাহাদাত, মানদণ্ড – বেঞ্জিন বেঞ্জয়েট, শিশির কচুপাতা- আলী আজম বাবলা, বিষ লেগেছিলো মূলে- নেয়ামুল নাহিদ(২), বাণী গীতিময়- ডক্টর এম মতিউর রহমান, নিঃশ্বাসে নগর পুড়ে যায়- মাহমুদ রাসেল, আঁধার তবু আলো- জাহিদ নূর, ইচ্ছেঘুড়ি- ইশরাত জাহান নেলী।

মুক্তিযুদ্ধভিত্তিক: একাত্তরের ডায়েরি, একাত্তরের দিনগুলো — জাহানারা ইমাম, স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় – রফিকুল ইসলাম, দ্য রেইপ অব বাংলাদেশ, একাত্তরের উত্তাল মার্চ।

ভ্রমণ কাহিনি/ইতিহাসধর্মী: ভোলগা থেকে গঙ্গা — রাহুল সাংকৃত্যায়ন, ঐশ্বর্যের লীলাভূমি সাউথ আফ্রিকা – এম আর এ তাহা, বাংলাদেশের ইতিহাস, লালনীল দীপাবলি — হুমায়ুন আজাদ, কতো নদী সরোবর — হুমায়ুন আজাদ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস: আদিপর্ব — শিশির ভট্টাচার্য, য়ুরোপ প্রবাসীর পত্র- রবীন্দ্রনাথ, জাপানযাত্রী- রবীন্দ্রনাথ, ঐশ্বর্যের লীলাভূমি সাউথ আফ্রিকা, ঠাকুরমার ঝুলি (রম্য রচনা)।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply