২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:০১ পূর্বাহ্ণ

সাংবাদিকের সঙ্গে সংগীত বিভাগের দুই শিক্ষকের এ কেমন আচরণ ?

     

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংগীত বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক এনটিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় রিপোর্টার মামুন তুষার। এ ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। জানা গেছে, সংগীত বিভাগের বর্তমান চেয়ারম্যান টুম্পা সমাদ্দার ও সাবেক চেয়ারম্যান ড. মহসীনা আক্তার খানমের (লীনা তাপসী) বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তি, মানসিক নির্যাতন ও বিভাগের নানা অনিয়মের অভিযোগ এনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগটির ডেমনস্ট্রেটর জাকির হোসেন। এ বিষয়ে ওই দুই শিক্ষকের বক্তব্য নিতে গেলে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তাকে চেয়ারম্যান টুম্পা সমাদ্দারের কক্ষে নিয়ে যান এবং তাঁদের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়ার আগেই তাঁরা সাংবাদিক মামুন তুষারের সঙ্গে রূঢ় আচরণ শুরু করেন। একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকি মামুন তুষারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর ও তাঁর বিভাগে লিখিত অভিযোগ করবেন বলেও হুমকি দেন। এ বিষয়ে মামুন তুষার বলেন, ‘সংগীত বিভাগের এই দুই শিক্ষকের বিরুদ্ধে ঐ বিভাগের একজন ডেমনস্ট্রেটর বেশকিছু প্রমাণসহ গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। উপাচার্যের কাছে দেওয়া সেই অভিযোগ সম্পর্কে আমি জানতে পেরেছি। আমি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তাঁদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে এবং বক্তব্য নিতে গিয়েছিলাম। কিন্তু তাঁরা আমার সঙ্গে শিক্ষকসুলভ আচরণ করেননি। তাঁরা আমার সঙ্গে শুধু রূঢ় আচরণই করেননি আমার মোবাইল ফোনসেটটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। এমনকি তাঁরা আমার বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ দেবেন বলেও হুমকি দেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবির রায়হান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এ ব্যাপারের আমরা সাংবাদিক সমিতির পক্ষ থেকে মাননীয় উপাচার্য বরাবর অভিযোগ করব। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা মানববন্ধন করব।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  বলেন, ‘তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা আমার কাছে আগে আসুক। আর মামুন তুষার যে অভিযোগ করলেন, সে অভিযোগও একসঙ্গে দেখব।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply