২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:০৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

গীতার অমিয় বাণী ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রের সকল অনাচার দূর করতে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার

     

 

জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধ তপন চক্রবর্ত্তী বলেছেন আজ দেশে যত অনাচার চলছে তার মূলে রয়েছে ধর্মীয় অনুশাসন মেনে না চলা। ধর্মীয় নির্দেশনা মেনে চললে মানুষের জীবনে কোন অশান্তি থাকবে না। সামাজিক অবক্ষয়রোধে তিনি সনাতনী সম্প্রদায়ের ছেলে মেয়েদের গীতা শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন একমাত্র গীতার অমিয় বাণীই পারে আমাদের সন্তানদের সুন্দর আগামী গড়তে। তিনি এই বিষয়ে আরও সচেতন হতে মা-বাবাদের প্রতি আহ্বান জানান। তিনি আজ ৩ জুলাই সকাল ১১ টায় বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদ পরিচালিত গীতা শিক্ষা স্কুলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের সহ-সভাপতি শিল্পী তপন বৈদ্যের সভাপতিত্বে ও প্রশিক্ষক রাফি দেওয়ানজী শুভ’র পরিচালনায় জে এম সেন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নেপাল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক মিল্টন চৌধরী, নগর জাপা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্যামল দাশ রানা, ছাত্র বিষয়ক সম্পাদক রিমন চক্রবর্ত্তী, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রীমৎ সূর্য্যানন্দ ব্রহ্মচারী, অর্থ সম্পাদক সৌমেন দত্ত, দপ্তর সম্পাদক টিংকু দাশ, সহ-দপ্তর সম্পাদক দিলীপ দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক বিজয় চক্রবর্ত্তী শাওন, উজ্জ্বল দাশ, প্রশিক্ষক ইমন চাটার্জী সূর্য্য, গৌরভ সেন, জয় দে, নির্জন বিশ্বাস, শ্রাবণ বিশ্বাস, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মৌমিতা চক্রবর্ত্তী, তিশা সেন, তুষি দত্ত, দিব্য দাশ, প্রাপ্তি দত্ত, দীপা মিত্র, মেধা রায়, তমা দাশ, সজল দাশ গুপ্ত, মানবেন্দ্র সেন কালু, প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply