২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয় : ড. কামাল

     

 সরকার ডেঙ্গুর ভয়াবহতা উপলব্ধি করতে পারেনি। ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলা অমার্জনীয়।গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে এসব কথা বলেন।

৩১ জুলাই  বুধবার দলের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয়। ডেঙ্গু মহামারি আকার ধারণে জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত।

তিনি আরো বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির ব্যাপারে হাইকোর্ট নির্দেশনা দিচ্ছেন, তা কারও কাম্য ছিল না। অবিলম্বে সরকারকে ডেঙ্গুর ব্যাপারে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড. কামাল হোসেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply