১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:০৮/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

লামায় দেনাদারের হামলায় পাওনাদার খুন

     

 

মো.কামরুজ্জামান, লামা (বান্দরবান)

লামা (বান্দরবান) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা নাম গ্রামে পাওনা টাকা চেয়ে দেনাদারের হামলায় খুন হলো এক যুবক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হুমায়ুন কবির (৩০) নামের ওই যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ুন কবির একই এলাকার হিমছড়ি পাড়ার বাসিন্দা মৃত মোস্তফা কামালের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি লামা উপজেলার ইয়াংছা কাঁঠালছড়া গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার ছেলে সালাহ উদ্দিনের কাছে কিছু মাছের পোনা বিক্রি করেন হুমায়ুন কবির। পরে পরিশোধ করবেন, এমন শর্তে ৫৩০ টাকা বাকী রাখেন ক্রেতা সালাহ উদ্দিন। গত ২৮ জুলাই রাত ৮টার দিকে ইয়াংছা বাজারে বাকী টাকা চাইলে হুমায়ুন কবিরের সাথে দেনাদার সালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালাহ উদ্দিনসহ আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে হুমায়ুন কবিরকে বেদড়ক মারধর করেন। এতে হুমায়ুন কবির গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় আহতকে উদ্ধার করে প্রথমে চকরিয়া,পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে হুমায়ুন কবির মারা যায়।

প্রতিপক্ষের হামলায় হুমায়ুন কবিরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুজ্জামান বলেন, মাছের পোনা বিক্রির বকেয়া টাকা চাইতে গিয়ে দেনাদারের মারধরের শিকার হয়ে মৃত্যুর বিষয়টি খুবই দুঃখ জনক। তিনি জানান, হুমায়ুন কবিরের মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষ সালাহ উদ্দিনসহ অন্যরা এলাকা থেকে পলাতক রয়েছে।

লামা থানা উপ-পরিদর্শক খালেদ মোশাররফ বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে। তিনি আরো বলেন, পুলিশ সন্দেহভাজন আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply