২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:০৮ পূর্বাহ্ণ

মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচী সফল করতে চান্দগাঁও থানায় মতবিনিময় সভা

     

 

“আমরা প্রতিনিদ বঙ্গবন্ধুকে এক নজর দেখতে চাই” কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বঙ্গবন্ধু ভাষ্কর্য ও স্বাধীনতার স্মৃতি সৌধ নির্মাণ করার জন্য ১৯৯৬ সাল হতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে দাবী জানিয়ে আসছি। সম্প্রতিকালে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে স্বাধীনতার স্মৃতি সৌধ নির্মান করার জন্য ৩৩ লক্ষ টাকা অনুমোদন করলেও বিষয়টি এখনো বাস্তবায়ন হচ্ছে না। জাতীয় শোক দিবসের মাসে আমরা তার বাস্তবায়ন প্রত্যাশা করছি। জাতীয় শোক দিবস উপলক্ষে ১ আগস্ট হতে ৩১ আগস্ট মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩ আগস্ট শনিবার বিকাল ৩টায় চান্দগাঁও থানায় জাতীয় শোক দিবসের লিপলেট ও কর্মসূচী- ২০২১ এর বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ২৮ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টায় মোহরা খেজুরতলায় ইয়ং ষ্টার সংঘের অফিস কক্ষে এক মতবিনিময়ের সময় কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক উপরোক্ত কর্মসূচী ঘোষণা করেন। বঙ্গবন্ধু শতবার্ষিকী কর্মকর্তা নুরুল আব্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ এনাম, মোঃ ছবির আহম্মদ, আব্দুল জলিল, প্রিয়তোষ প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply