২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:০৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়রের পদত্যাগের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

     

ঢাবি প্রতিনিধি

রবিবার (২৮ জুলাই) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এডিস মশা নির্মূলে কাজ না করে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেওয়ার কারনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল-মামুন। মানববন্ধনে আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাদের সরকারি হাসপাতালগুলোর অবস্থা এরকম যে, সেখানে ঢুকতে হলে নাক বন্ধ করে ঢুকতে হয়। একজন সুস্থ্য মানুষ এসব হাসপাতালে গেলে রোগী হয়ে যেতে পারে। প্রতিবছর স্বাস্থ্য খাতের এত বরাদ্দ তাহলে কোথায় যায় ? তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসিড মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো। মেয়র সাঈদ খোকন বলেছেন, ছেলে ধরার মতো ডেঙ্গুর গুজব ছড়ানো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী তার এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি একটি জাতিকে অবমাননা করেছেন। প্রধানমন্ত্রী, রাষ্টপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেশে চিকিৎসা নিলেও তারা সরকারি হাসপাতালে না যেয়ে বেসরকারি হাসপাতালে যান। মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল-মামুন বলেন, স্বাস্থ্যমন্ত্রী সারাদিন কি কাজ করেন ? স্বাস্থ্যমন্ত্রী কাছে অনুরোধ রইলো, তিনি যেন ঢাকা মেডিকেলে এসে টয়লেটগুলো দেখে যান। আপনি কেমন দায়িত্বশীল তার প্রমান ওখানে পাবেন। দয়া করে এসে এই টয়লেটগুলো পরিষ্কারে ব্যবস্থা গ্রহণ করেন , দেশ ও জাতি উপকৃত হবে। যদি আপনি না পারেন তাহলে মুক্তিযুদ্ধের মঞ্চের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলের টয়লেট পরিষ্কার করে দেখিয়ে দিবে কাজ কিভাবে করতে হয়।

বর্তমানে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে, মেয়র সাহেব একে গুজব বলে স্বপদে বহাল থাকার বৈধতা হারিয়েছে। শহর ঠিকভাবে পরিষ্কার না করে, মশার ঔষধ এর বদলে কেরোসিন দিয়ে মানুষের সাথে বেঈমানী করেছেন, মেয়র সাহেব সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ডেঙ্গুর কারনে যারা মারা গেছেন তাদেরকে হত্যার দায়ভার ঢাকার দুই মেয়রকে নিতে হবে। মুক্তিযোদ্ধা মঞ্চ সরকারের কাছে আহ্বান জানাচ্ছে দুই মেয়াদে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জাতির কাছে প্রকাশ করার জন্য। তাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং দায়িত্বহীনতার জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাস্থ্যমন্ত্রী এবং দুই মেয়রের পদত্যাগের দাবি করেছে। ব্যর্থতার দায়ভার নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ তীব্র আন্দোলন গড়ে তুলবে। উল্লেখ, এবারে ডেঙ্গু নিয়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে । তা ছাড়াও এবারের ডেঙ্গুর ধরনকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। জরিপে দেখা গেছে, প্রতি তিন মিনিটে একজন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply