২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

নির্যাতনের প্রতিবাদে ছাত্রলীগ কর্মীকে কামড়ে দিল নবীন শিক্ষার্থী

     

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষর্থী তার উপর চালানো নির্যাতনের প্রতিবাদে কামড়ে দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর অনুসারী ছাত্রলীগ কর্মীকে। মধ্যরাতের পর ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের গেস্টরুমে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। সে অর্থনীতি বিভাগে প্রথম বর্ষের ছাত্র। সে সূর্যসেন হলের সংযুক্ত শিক্ষার্থী। গোলাম রাব্বানীর অনুসারী ২য় বর্ষের গ্রুপের নিকট থেকে ছুটি না নিয়ে, হলের জেষ্ঠদের থেকে ছুটি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে না যাওয়ায়, বুধবার দিবাগত রাতে তাকে গেস্টরুমে ডেকে ছাত্রলীগ কর্মীরা নির্যাতন করছিলেন। জানা গেছে, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের রুখতে বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে ওই শিক্ষার্থী এতে অংশ না নিতে হল ছাত্রলীগের জেষ্ঠ কর্মীদের নিকট থেকে ছুটি নেয়ায়, ক্ষিপ্ত হন রাব্বানীর অনুসারী ২য় বর্ষের কর্মীরা। হল ছাত্রলীগ সূত্রে জানা যায়, আবু সাঈদের উপর ক্ষিপ্ত হয়ে মাস্টারদা’ সূর্যসেন হলের ছাত্রলীগ কর্মী আরাফাত হোসেন অভি, ১ম বর্ষের সাঈদকে হলের ২৩৭ নম্বর কক্ষে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারে ও শারীরিক- মানসিকভাবে নির্যাতন করে। তা সইতে না পেরে পালটা অভিকে থাপ্পড় দেয় সাঈদ। এসময় অন্যরাও নির্যাতন শুরু করলে অভিকে কামড় দেয় সাঈদ।পরে দ্বিতীয় বর্ষের সবাই মিলে চড়-থাপ্পড় ও কিল- ঘুষি দেয় সাঈদকে। হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, অধিভুক্তি বাতিলের আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে প্রথম বর্ষের সবাইকে থাকতে বলা হয়। তবে ব্যক্তিগত কারণে দ্বিতীয় বর্ষের ‘বড় ভাই’দের কাছ থেকে ছুটি না নিয়ে আরও সিনিয়রদের নিকট থেকে ছুটি নেন সাঈদ। এতে ক্ষিপ্ত হয়ে সাঈদকে বেদম প্রহার করা হয় বলে তাদের অভিযোগ। এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ” তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আরাফাত হোসেন অভি। তিনি এটিকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছেন। এ ব্যাপারে ভয়ে কিছু বলতে রাজি হননি আবু সাঈদ। এর আগে গতকাল সকালে পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউটের সামনে ১ম বর্ষের ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহনাফ তাহমিদকে পিটিয়ে চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত করে দেয় ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের একটি গ্রুপ। এর আগে, গত ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে নিষেধ অমান্য করে রাতে ঘুমাতে যাওয়ায়, গেস্টরুমে ২৪ জন ১ম বর্ষের শিক্ষার্থীকে লোহার রড, বাঁশ, স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। ১ম বর্ষের এক শিক্ষার্থী নির্যাতনে অতিষ্ঠ হয়ে “কুত্তার বাচ্চা” গালি দিলে, তাকে পৃথকরুমে পিটিয়ে, হল থেকে বেড় করে দেয়, ডাকসু এজিএস সাদ্দাম হোসেনের গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply