২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:২৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ

নয় দিন ধরে ঝালকাঠি পৌরসভার কার্যক্রম বন্ধে নাগরিক সুবিধা ব্যহত

     

 

ঝালকাঠি প্রতিনিধি
ঢাকায় সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচির কারণে নয় দিন ধরে বন্ধ রয়েছে ঝালকাঠি পৌরসভার সকল কার্যক্রম। এতে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। নয় দিনে ময়লার স্তুপ জমে আছে শহরের বিভিন্ন স্থানে। পয়নিস্কাশনেও দুরবস্থার সৃষ্টি হচ্ছে। জন্মনিবন্ধন সনদ নিতে এসেও ফিরে যাচ্ছেন অনেকে। শিশুর টিকা দিতে না পেরে বিপাকে পড়েছেন অভিভাবকরা।
পৌরসভার সচিব শাহীন সুলতানা জানান, রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকায় টানা নয় দিনধরে অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। ঝালকাঠি পৌরসভার ৪০জন কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাঁরা নয় দিন ঢাকায় অবস্থান করায় ঝালকাঠি পৌরসভার সকল কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে পৌরবাসী নাগরিক সেবাসহ সবধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply