২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪২/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

ঢাবির রেজিস্ট্রার ভবনে তালা, ক্লাস পরিক্ষা বন্ধ

     

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাতিলের দাবিতে আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনসহ বেশ কয়েকটি অনুষদে তালা লাগিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত বুধবার (১৭ই জুলাই) থেকে এ আন্দোলন শুরু করলেও প্রশাসন এ ব্যাপারে কোন ব্যাবস্থা না নিলে এমন পদক্ষেপ গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা রেজিস্ট্রার ভবনসহ বিভিন্ন অনুষদে তালা লাগিয়েছি। প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিতভাবে তাদের মতামত জানায়নি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। সাধারণ শিক্ষার্থীরা বলেন, বেলা ১১ টার পর আমরা বিক্ষোভ কর্মসূচী নিয়ে ভিসির বাসভবনসহ বিভিন্ন অনুষদের সামনে অবস্থান করবো। এরপর আমরা শাহবাগ মোড়ে অবস্থান করবো। উল্লেখ্য, চার দফা– যেকোনো মূল্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসা, দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল দেয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ- বাস্তবায়নের দাবিতে গত বুধবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন ডাকসু সদস্য তানভির হাসান সৈকত এবং ডাকসুর ভিপি নুরুল হক নুরু এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply