২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি

     

এম. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ” নামে ঢাবির শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা পরিবহনের একটি বাস নিউ মার্কেট এলাকায় সাত কলেজের শিক্ষার্থীরা আটকিয়ে রাখলে সোশাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় ছড়িয়ে পড়ে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ‘মুক্তি দিন সাত কলেজ, মুক্তি দিন ঢাবি, সাত কলেজ আর ঢাবির এই একটাই দাবি ‘এই পতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আগামী ২০১৯-২০ সেশন থেকে ঢাবির অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবি-ক্যাম্পাসে বহিরাগত বাস চলাচলে নিয়ন্ত্রণ আরোপ। প্রশাসনিক কর্মকান্ডে অটোমেশন পদ্ধতি। ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ ও দুই মাসের ফলাফল প্রদান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি হিসেবে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন । রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার পর তার শাহবাগ মোড়ে অবস্থান গ্রহন করেন। সাধারণ শিক্ষার্থীরা এখানে রাস্তা আটকিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। ফলে শাহবাগের আসেপাশের রাস্তায় ব্যাপক যানযট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজকে নিয়ে টালবাহানা শুরু করেছে, আমরা সাত কলেজ অভিমুক্তি না হওয়া পর্যন্ত আন্দলন চালিয়ে যাবো। আন্দলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আর যারা চান্স পায়নি তারা সমান হতে পারে না। তারা আমাদের লাল বাসকে আটকিয়ে রেখেছিল,আমাদের যেতে দেয়নি , আমাদের একটাই দাবি, সাত কলেজের অধিভুক্তি বাতিল চাই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply