২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

ভেঙ্গে গেছে সুনামগঞ্জ শহরের নবীনগর-ধারাওগাঁও সড়ক

     

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের নবীনগর-ধারাওগাঁও সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার বিকালে সুরমা নদীর পানির তীব্রবেগে সড়কটি ভেঙ্গে যায়। সড়কটি ভেঙ্গে যাওয়ার কারণে শহরের সঙ্গে সুরমা, জাহাঙ্গীরনগর, কুরবান নগর, রঙ্গারচর ইউনিয়নের সরাসরি সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর সুরমা নদীর পানি বাড়লে নবীনগর-ধারারগাঁও সড়কে ভাঙ্গন দেখা দেয়। বিশেষ করে ধারারগাঁও প্রবেশের সড়কটি নদীতে সামান্য পানি বাড়লেই হুমকিতে পড়ে যায়। যান চলাচল সচল রাখতে প্রতি বছরই সড়কটি মেরামত করা হয়।
শুক্রবার বিকালে কোন এক সময়ে সুরমা নদীর পানির তীব্রবেগে সড়কটি ভেঙে যায়। হুহু করে পানি ঢুকে যায় ধারারগাঁও, মাইজবাড়ি, নবীনগর এলাকার নিম্নাঞ্চলে।
এদিকে সড়কটি ভেঙ্গে যাওয়ার কারণে শহরের সঙ্গে জাহাঙ্গীরনগর, কুরবান নগর, রঙ্গারচর ইউনিয়নের সরাসরি সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। এতে লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ধারারগাঁও এলাকার রাজন মাহবুব বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে সড়কটি ভেঙ্গে গেছে, বার বার যোগযোগ করেও গত কয়েকদিন ধরে সড়কটি রক্ষায় কারো সহায়তা পাওয়া যায়নি। সড়কটি ভাঙ্গার কারণে আমরা লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply