২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

     

জিয়াউর রহমান জিতু মীরসরাই (চট্টগ্রাম)
 বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মীরসরাই উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বৃহস্প্রতিবার (১১ জুলাই) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি,  উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চৌধুরী, যুগ্ম পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ‘জনসংখ্যা উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর এর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন’ শিরোনামে প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।  প্রধান অতিথী হিসেবে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন বর্তমান সরকার জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সেই হিসেবে উপস্থিত পরিবার পরিকল্পনার মাঠকর্মিদের  উৎসাহ প্রদান ও দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করার অনুপ্রেরণা প্রদান করেন। আলোচনা শেষে প্রধান অতিথী উপস্থিত পরিবার পরিকল্পনা কর্মীদের মধ্য থেকে সেরা মাঠকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। জনসংখ্যা নিয়ন্ত্রনে সেরা চেয়ারম্যানের পুরস্কার পান ৪ নং ধূম পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গির।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply