২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

সেগুনবাগান মাদরাসায় অধ্যাপক মোহাম্মদ খালেদ ও মাস্টার নজির আহমদ-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

     

 

গত ৮জুলাই’১৯খ্রি. সোমবার, বাদে মাগরিব তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম-এর উদ্যোগে কমপ্লেক্স-এর চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেবের সভাপতিত্বে মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনীর সঞ্চালনায় সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসা মিলনায়তনে স্বাধীন বাংলার প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, বাংলাদেশের সংবিধান প্রনয়ণ কমিটির অন্যতম সদস্য ও মুক্তিযুদ্ধের সফল সংগঠক মাননীয় সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর ৯৭তম জন্মবার্ষিকী ও বিশিষ্ট বরেণ্য শিক্ষাবিদ, মানুষ তৈরীর কারিগর, চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ-এর প্রতিষ্ঠাতা আলহাজ মাস্টার নজির আহমদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় ভারপ্রাপ্ত মেয়র জনাব আলহাজ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি ও তা’লীমুল কুরআন কমপ্লেক্স-এর উপদেষ্টা জনাব কামাল উদ্দিন চৌধুরী ও অন্যতম উপদেষ্টা হায়দার হোসেন বাদল। প্রধান অতিথি মাননীয় ভারপ্রাপ্ত মেয়রকে বার আউলিয়া আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভারপ্রাপ্ত মেয়র মহোদয়কে আবুল খায়ের কোম্পানীর সাথে তাদের বার আউলিয়া সমিতির জায়গা সংক্রান্ত যে বিরোধ রয়েছে সে বিষয়ে আলোচনা করলে তিনি তাদেরকে মীমাংসা করে দিবেন বলে আশ^াস্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অধ্যাপক খালেদ ও মাস্টার নজির আহমদ উভয়জন আমাদের জন্য আদর্শ। তাঁরা তাদের ভেতর লালিত মানবিকতাকে শিল্পে রূপ দিয়েছেন। তাঁরা তাদের জ্ঞান-গুণ ও কর্মময় জীবনের কারণে আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। ফলে তাঁরা জাতির সূর্য সন্তান হিসেবে পরিগণিত হয়েছেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজ সংস্কারে অধ্যাপক খালেদ ও মাস্টার নজির আহমদ যে কীর্তি দেখিয়েছেন তা কখনো ভুলার নয়। পরিশেষে সভাপতি মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যে উভয় গুণীজনের বিভিন্ন গুণ ও ত্যাগের কথা উল্লেখ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশ-জাতির সার্বিক সফলতা কামনা, অধ্যাপক খালেদ ও মাস্টার নজির আহমদ এর আত্মার মাগফিরাত কমনা করে দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এতে আরো উপস্থিত ছিলেন মুফতি নুর মোহাম্মদ, মাওলানা সামশুল হক, হাফেজ নাজিম উদ্দিন, কারী ফজলুল করিম, খায়রুজ্জামান লিটন, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ নাছির উদ্দিন টেকনাফী, হাফেজ আজিজুল্লাহ, মাও. বেলাল, হাফেজ আলমগীর সহ তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম-এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply