২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে সাংবাদিককে মারধর

     

মুহাম্মদ ইলিয়াস হোসেন:

শনিবার রাতে হাইকোর্ট মোড়ে ঢাকা ট্রিবিউনের সহ-সম্পাদক বারীকে মারধর করা হয়েছে। মারে বাম চোখে গুরুত্বর আঘাত পেয়েছেন তিনি। মারধরকারীরা নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়েছেন। এই বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। জানা গেছে, আহসান বারী ৬ জুলাই রাত ১টার দিকে মটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন, গেন্ডারিয়ার উদ্দেশ্যে। হাইকোর্ট মোড়ে আসার পর একটি সাদা পাজেরো রেক্লেস গাড়ি এলোমেলোভাবে তা দিয়ে বাইকটিকে গাড়ির নিচে চাপা দিতে গিয়েছিল।আহসান বারি এর প্রতিবাদ করায় তাকে বেদম মারধর করে গাড়ির মধ্যে থাকা লোকজন। এতে বাম চোখে গুরুত্বর আঘাত লাগে তার। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। গাড়িতে তিনজন পুরুষ এবং একজন মেয়ে ছিল বলে জানা গেছে। তারা হামলার সময় নিজেদের কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়েছেন।আহসান বারি বলেন, আমার বাইকটিকে প্রায় গাড়ির নিচে চাপা দেয়ার উপক্রম হলে আমি গাড়িতে থাকা লোকদের বলি এভাবে কেন চালাচ্ছেন? এরপর গাড়িতে থাকা ৩ জন পুরুষ গাড়ি থেকে নেমে আমাকে বেদম মেরে পালিয়ে যায়। কোনো আইনী পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে আহসান বারি বলেন, হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়েছেন। বয়সও তাদের ৩০ এর মধ্যে হবে। আমি শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করেছি। তিনি অভিযোগ করে আরো জানান, হামলার সময় আশে পাশের পুলিশ বক্স ফাঁকা ছিল। কয়েকজন লোক কাছেই দাঁড়িয়েছিল তবে কেউ আমার সাহায্যে এগিয়ে আসেনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply