২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

থিয়েটার সন্দীপনার থিয়েটার ওয়ার্কশপ

     

 

নাটক কেবল কূশী-লব আর দর্শক-শ্রোতার ভাব-বিনিময়ের জন্য কোন নান্দনিক আয়োজন নয়। তার মাঝে রয়েছে শারীরবৃত্তীয় কসরত ও মানসিক চেতনায় মানবিকতা বিকাশের কার্যকরী ও মোক্ষম অনুশীলনী আত্মবিনিয়োগ। সুস্থ দেহ ও প্রশান্ত মন এই দু’টির অনিবার্য প্রয়োজন এর মাঝে নিহিত এমনটি আজ বিশ্বময় প্রমানিত ও গবেষণার বিষয়। ফিজিক্যাল থিয়েটার থেরাপী মানুষের মনো-দৈহিক বিকাশে সরাসরি প্রভাব ফেলে মন আর স্বাস্থ্যের বিকার নিরাকরন করে। তাই সারা বিশ্বে থিয়েটারের বিষয় হিসেবে ফিজিক্যাল থিয়েটার একান্ত চর্চার বিষয় হয়ে উঠছে। বিশ্বায়নের এই ব্যস্ততম ও দুর্দান্ত অবিরাম সময়ে মানুষ কর্পোরেট অধিকর্তার চিন্তা, চেতনা, মুনাফা, খ্যাতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও আপন অগ্রসরমান বৃত্তির সাফল্য অর্জনে মরিয়া হয়ে ছুটছে। বিশেষ করে এই চর্চায় যুব সম্প্রদায় দারুণ ভাবে তাড়িত ও উচ্ছ্বসিত। বিজ্ঞানের দ্বারা কেড়ে নেয়া আবেগ আর অকাতরে দেয়া বেগের দুর্দ্দাম দৌঁড় তাবৎ মানবগোষ্ঠীকে অবিশ্রামের জীয়ন কাঠি দিয়ে স্বপ্নবিলাসী করে তুলছে। স্থূল, শ্রমানুগ বিশ্রামহীনতা, কায়িক শ্রম বিমূখতা, খাদ্যাভ্যাসে মাত্রারিক্ত স্নেহজাতীয় খাবার গ্রহনের মত বিকার উৎপাদক দ্রব্যাদির প্রতি আসক্তি মানুষকে মানবিক জীববৈকল্যের দিকে প্রলুব্দ করছে দিনকে দিন। তা থেকে পরিত্রাণ পেতে জীবনাচারে আরোপিত অনাচার রোধ করতে হবে। ফিজিক্যাল থিয়েটার জটিল এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে শেখায়। বিষয় ভিত্তিক আলোচনায় বক্তারা উল্লিখিত মন্তব্য করেন।

থিয়েটার সন্দীপনা আয়োজিত ৫ দিন ব্যাপী ফিজিক্যাল থিয়েটার ওয়ার্কশপ ৫ জুলাই সকাল ১০টায় দলের দোস্তবিল্ডিংস্থ মিলনায়তনে শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন- খ্যাতিমান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন- নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- থিয়েটার সন্দীপনার দলপতি চ.বি. গবেষক- ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)। সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নাট্যাভিনেতা হাবিবুর রহমান হাবীব, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, কলাম লেখক এম.আদীল, আবৃত্তিকার মশরুর হোসেন, সর্বনাট্যজন জাবের হোসেন, কে.কে. বাবুল, মোঃ রাশেদ, আজগর আলি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- থিয়েটার সন্দীপনার সিনিয়র সহ সভাপতি নাট্যজন বাবুল কান্তি দাশ। ওয়ার্কশপে ২০ জন নাট্যকর্মী অংশ গ্রহন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply