২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ

ইউসামের সমন্বয়হীনতার কমিটি গঠন সাহাবউদ্দিন ফাহিমের পদত্যাগ

     

মীরসরাই প্রতিনিধি মীরসরাই
উপজেলার পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসামের ২০১৯-২০ সালের নতুন কমিটি গঠন করা হয়। গত ১জুলাই রোজ সোমবার। এইসময় ২০১৯-২০ সালের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয় সাহাবউদ্দিন ফাহিমকে। এই বিষয়ে সাহাবউদ্দিন ফাহিম বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসামের সমন্বয়হীন ও সকল সদস্যদের আলোচনা ব্যতিত ২০১৯-২০ সালের কমিটি ঘোষণা করা হইছে। নিজের পাতানো জুরি বোর্ডের নাম দিয়ে সভাপতি সাহেবের একাগ্রতার ভিত্তিতে গঠিত কমিটি আমি ব্যক্তিগতভাবে বর্জন করছি এবং আমার উপর অর্পিত ২০১৯-২০ সালের সাংগঠনিক সম্পাদক পোস্ট থেকে পদত্যাগ করছি। তাঁর সাথে উপদেষ্টা মন্ডলী, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ ও সংশিষ্ট সকলকে কমিটি বাতিল পরর্বতী তদন্তের ভিত্তিতে নতুন কমিটি আহবানের বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমার পরিচিত সকল ছোট ভাইদের কমিটি বর্জনের আহবান জানাচ্ছি। কমিটি বর্জন ও পদত্যাগের কারনসমূহ নিম্নরূপ : ১.স্বজনপ্রীতি। ২. সভাপতির একান্ত নির্দেশনায় সংগঠনকে মীরসরাই বাজার কেন্দ্রিক কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বারা পরিচালনা। ৩. সরকার ও রাজনীতি বিদ্বেষী শিক্ষার্থীদের সভাপতি কর্তৃক অগ্রাধিকার প্রদান। ৪. কোনো প্রকার পূর্ব আলোচনা ছাড়া সভাপতির উপস্থিতি বিবেচনায় প্রোগ্রাম আয়োজন। ৫. সংগঠনকে ব্যক্তিগত বিজ্ঞাপনে রূপান্তর। ৬. প্রতিষ্ঠাকালীন অনেক সদস্য ও উপদেষ্টাদের অবহেলা। ৭. নিজের সুবিধামত সংগঠনের গঠনতন্ত্রের পরিবর্তনের মাধ্যমে জুরি বোর্ড গঠন ও নিজেকে জুরি বোর্ডের চেয়ারম্যান ঘোষনা। ৮. সর্বশেষ সকল সদস্যের সাথে আলোচনা ব্যতিত সিনিয়র জুনিয়র সমন্বয়হীনতার মাধ্যমে ২০১৯-২০ সালের কমিটি ঘোষনা ইত্যাদি। উল্লেখ্য, আমি ব্যক্তিগতভাবে ২০১৫ সাল থেকে ইউসামের সক্রিয় সদস্য হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক কাজ করে যাচ্ছি। ১৮-১৯ সালের নির্বাহী কমিটির “মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক”। পরিশেষে, এইটুকু বলবো ব্যক্তিগতভাবে নিজেকে জাহির করার জন্য আমরা ইউসাম প্রতিষ্ঠিত করি নাই! আমরা চাই ইউসাম তাঁর আগের গৌরব ধরে রেখে উজ্জ্বলভাবে এগিয়ে যাক। ইউসামের জন্য সবসময় শুভ কামনা থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply