২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আজিম আলী ও হাকিম আলীর মাতা রমজান বিবির ইন্তেকাল, দাফন সম্পন্ন

     

 

বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, শিল্পোদ্যোক্তা ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আজিম আলী ও লায়ন  হাকিম আলী, বিশিষ্ট ব্যবসায়ী কাশেম আলী ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনির মহিয়সী মাতা রমজান বিবি ৯৬ বছর বয়সে ৩০ জুন ২০১৯ রবিবার দিবাগত রাত ১.২০ মিনিটে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর আজিমপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে মরহুমা রমজান বিবি চার ছেলে চার মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩০ জুন রবিবার সকাল ১১ টায় আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন দরবারে মাহবুবীন শরীফের পীর ছাহেব হযরত মীর মুহাম্মদ নাসির আহমেদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিশিষ্ট সমাজকর্মী ও মহীয়সী নারী রমজান বিবির ইন্তেকালে শোক প্রকাশ করে জানাজার নামাজে শরিক হয়ে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, সাবেক বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোনাফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রাজনীতিবিদ অধ্যক্ষ সউম আবদুস সামাদ, ইউপি চেয়ারম্যান আলহাজ সাবের আহমদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার এ বি এম কামাল উদ্দিন, এ জি এম মোহাম্মদ আবদুর রহিম, সিএইচআরসি’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম তালুকদার, দুরন্ত দুর্বারের প্রাক্তন সভাপতি এম এ মারুফ, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার হাফেজ আহমদ, প্রধান শিক্ষক মনজুরুল আলম, ব্যবসায়ী লায়ন মোহাম্মদ ইব্রাহিম, এস এম হোসাইন চৌধুরী, কর্ণফুলী নদী বাঁচাও আন্দোলনের সংগঠক সাংবাদিক আলীউর রহমান, সাংবাদিক কামাল পারভেজ, পরিবেশবিদ ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টার এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ যে, কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজটি মরহুম রমজান বিবি ও তাঁর প্রয়াত স্বামী আয়ুব আলীর নামকে স্মরণীয় করে রাখতে আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ প্রতিষ্ঠা করেন তাঁরই যোগ্য সন্তানেরা। আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের মাধ্যমে অত্র এলাকার হাজার হাজার ছাত্রছাত্রী আজ শিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত জীবন গড়ে তুলছে। মহান আল্লাহ মরহুম রমজান বিবিকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply