২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:৪৫/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলার রাইখালীসহ বেশ কয়েকটি এলাকায় ত্রুটিপূর্ণ সংযোগে বিদ্যুৎ সংকটে এলাকাবাসী

     

নিজস্ব প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের নৈর্সগিক লীলাভূমির প্রানকেন্দ্র রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার অর্ন্তগত ততসংলগ্ন রাইখালী বাজার, নারায়নগিরি, লেমুছড়িতে দিনের পর দিন এলাকাবাসী তীব্র গরমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংকটে স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোদ্রের তাপদাহে প্রতিটি পরিবারে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ। ব্যহত হচ্ছে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, কেড়ে নিচ্ছে রাতে স্বস্তির ঘুম, ফলে অসুস্থ রোগীদের সংখ্যাবেড়েই চলছে। এলাকাবাসীর ধারনা বিদ্যুৎ লাইনগুলো বহুদিন ধরে এলাকার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত লোড সম্বলিত ট্রান্সফরমার বসানো হয়নি বলে অতিরিক্ত চাপের দরুন বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না সংযোগ লাইনগুলো। কোথাও একেবারে ভোল্টটেজ নেই বৈদ্যুতিক পাখাগুলোর দুর্বলগতিতে ঘুর্নেয়মান ও বাল্বগুলো আলো দিতে অসমর্থ। বিদ্যুতের ফ্লাকচুয়েশনের কারনে দামী ব্যবহার্য্য বৈদ্যুতিক যন্ত্রাংশ অকার্য্যকর, বিকল এবং অমেরামতযোগ্য হচ্ছে পরিনিয়ত। র্শটসার্কিটের কারনে কোথাও কোথাও আগুন দেখা যায় সুইস বোর্ড গুলোতে। কিছু ভ্রাম্যমান ইলেকট্রিশিয়ান দিয়ে টাকার বিনিময়ে লুক সিষ্টেমের সাহায্যে যার যার মত এক লাইন থেকে অন্য লাইনে সংযোগগুলো পরিবর্তন করে নিচ্ছে কিছু সুবিধাভোগী গ্রাহক। বৈদ্যুতিক মিটারগুলো ভুতুরে বিলের স্বীকার হচ্ছেন গ্রাহকরা । বিদ্যুত ব্যবহারের স্েঙ্গ মাসিক বিলের কোন সামাঞ্জস্যতা নেই গ্রাহকদের। আর এই নিয়ে কোন মাথাব্যাথাও নেই বিদ্যুৎ কর্তৃপক্ষের । বহু দিন ধরে এই সংকটের কোন সুরহা হচ্ছে না এলাকাবাসীর ক্ষোভ। বলতে গেলে কাপ্তাই বিদ্যুতকেন্দ্রকে বলা হয় বিদ্যুৎ উৎপাদনের প্রাণকেন্দ্র। এইছাড়ও বর্তমান সরকারের ডিজিটালযুগের সময়পোযোগী পরিবর্তনে কাপ্তাই এর অতি নিকতবর্ত্তী স্থানগুলো এত অবহেলিত তা ভাবা একেবারে অকল্পনীয়। এইখানে পাহাড়ের গাঁয়ে উচুঁ-নীচু সমতলভূমিতে এইসব এলাকায় শান্তিপ্রিয় পাহাড়ী বাঙালীরা সোহার্দ্যপূর্ন বসবাস করে আসছে বছরের পর বছর ধরে। সবুজেঘেরা হাজার পরিবারের বাসভূমি এই পাহাড়ী আবাসস্থল। তাই এলাকাবাসী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আর্কষন পূর্বক কাপ্তাই বিদ্যুৎ কর্তৃপক্ষের সহায়তাই এইসকল এলাকায় চাহিদা অনুযায়ী নতুন ট্রান্সফরমার স্থাপন করে অতিস্বত্তর বিদ্যুৎ ঘাটতি লাগব করে এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবেন বলে এলাকাবাসীর ধারনা।

শেয়ার করুনঃ

Leave a Reply