২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪০/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

জার্সির ভেতরে পুলিশ সুপারকে ৭ লাখ টাকা ঘুষ

     

নড়াইলে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে পুলিশ সুপারকে জার্সির মধ্যে সাত লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টায় নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শুক্রবার সকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম নামের এক ব্যক্তি খেলার জার্সি উপহার দিতে আমার অফিসে আসেন। রাতে বাসায় গিয়ে দেখি জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে ওই ব্যক্তি ফোন করে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘুষ দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সুপার বলেন, পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে কোনো টাকা বা ঘুষ লাগে না। দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে ইতিমধ্যে আমরা জেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply