২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ

ভবিষ্যৎ প্রজন্মের ধারা অব্যহতি রাখবেন না কি জিম নামক ধ্বংসের করাল তলে ডুবে থাকবেন?

     

কাজী অমিত হাসান

সুস্থ-সবল থাকা সকল মানুষেরই কাম্য।প্রত্যেক মানুষেই চায় তার শরীর ও বডি ফিটনেস ভালো থাকুক।আর, এটা বিশেষ করে পুরুষেরা বেশি অগ্রসর। সকল পুরুষ মানুষেই চায়, তাকে দেখতে সুদর্শনের মতো লাগুক।আর বিশেষ করে,শরীর পেশিবহুল থাকুক। নারীরা পেশিবহুল পুরুষদের খুব পছন্দ করে।(যে পুরুষের চেহেরা দেখতে সুদর্শন এবং শরীর পেশিবহুল, তাদের প্রতি নারীরা অনেক বেশি আকর্ষণ বোধ করে) তাই প্রত্যেক পুরুষেই নিজেকে স্মার্ট ও বডি ফিটনেস ভালো রাখার চেষ্টা করে। এই বডি ফিটনেস ভালো রাখার জন্য জিম করার প্রয়োজন। জিম অর্থ ব্যায়াম করা। বর্তমানে জিমের কদর অনেক বেড়ে গেছে।জিম বর্তমানে আধুনিকতার ফ্যাশন হিসেবে রুপান্তরিত হয়েছে। জিম এ যে সব পুরুষেরা আসে তাদের অধিকাংশেই আসে মেয়েদের জন্য। কারণ বর্তমানের মেয়েরা পেশিবহুল ছেলেদের বেশি পছন্দ করে। এখন, আমার প্রশ্ন হলো? যারা জিম করেন, আপনারা কি জানেন? এই জিমের জন্য,আপনারা নিজেদের কত বড় ক্ষতি করতেছেন। হয়ত আপনারা জানেন না।জানলে সত্যি অবাক হয়ে যাবেন।আর জিম ছেড়ে দিবেন। আপনারা যেই মেয়েদের ইমপ্রেস করার জন্য জিম করতেছেন।এই জিমের আপনাদের পুরুষত্ব হারিয়ে যেতে পারে।আপনার ভবিষ্যৎ প্রজন্মের পথ অন্ধকারে ডুবে যাবে।এই জিমের জন্য আপনি বাবা হওয়ার সক্ষমতা হারাতে পারেন। একবার ভেবে দেখেন তো আপনি নিজের কত বড় ক্ষতি করতেছেন। ভাবতেই আপনার শরীর শিয়রে উঠবে। সাম্প্রতিক এক গবেষণার যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস মোসাম ও অধ্যাপক প্যাসির বলেছেন দ্রুত সুন্দর ও আবেদনময় শরীর তৈরি করতে পুরুষেরা যে কৃত্রিম পদ্ধতির সহায়তা নেন সেটা তাদের পুরুষত্ব কেড়ে নিচ্ছে। ড. জেমস মোসাম জানান, সন্তান উৎপাদন ক্ষমতা পরীক্ষা করাতে আসা পুরুষদের ওপর পরিচালিত একটি গবেষণা থেকে দেখা গেছে যে, শরীর বানাতে গিয়ে যারা স্টেরয়েড হরমোন ব্যবহার করছেন তাদের শরীরে শুক্রাণু উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। তিনি জানান, শরীর বানাতে গিয়ে অনেকেই অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করেন। কিন্তু এর কারণে মস্তিষ্কের পিটুইটারি গ্লান্ড শুক্রাণু তৈরির দুটি মূল হরমোন এফএসএইচ ও এলএইচের উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে তাদের (পুরুষদের) শুক্রাণু সংখ্যা এত কমে যায় যে তারা বাবা হওয়ার ক্ষমতা হারান। ড. মোসাম বলেন আরো বলেন, “এটা একটা আজব বিষয় যে পুরুষ নারীকে আকর্ষণ করার জন্যই জিমে যাচ্ছেন, স্টেরয়েড নিচ্ছে, কিন্তু শেষ বিচারে তা তাকে পুরুষত্বহীন করে দিচ্ছে। পরিশেষে বলি,একজন সচেতন নাগরিক হয়ে আপনি কি করবেন? আপনার ভবিষ্যৎ প্রজন্মের ধারা অব্যহতি রাখবেন না কি জিম নামক ধ্বংসের করালতলে ডুবে থাকবেন?

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply