২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:২৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ

ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পাইনের জোনাল উদ্বুদ্ধওপরিকল্পনা সভা অনুষ্ঠিত

     

       

চসিকের আওতাধীন-বন্দর ইপিআই’জোনের উদ্যোগে ২০ জুন বৃহস্পতিবার দুপুরে ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন ইপিআই অফিসে  জোনাল উদ্বুদ্ধ ওপরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পাইন-২০১৯ কর্মসূচি পালনে জোনাল উদ্বুদ্ধ ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন  জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউনিসেপ প্রতিনিধি কনসাল্টেট ডাঃ আশ্রাফ খান,বিশ্বস্বাস্থ্য সংস্থা(হু)প্রতিনিধি সদস্য মোঃ পারভেজ,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর সচিব মোঃমুনসুর আলী খান,প্রাচিকস সভাপতি ডাঃমারুফ রহমান মনু,মমতার সার্ভিস প্রোমোটার অফিসার মোরশেদুল আলম,স্থানীয় হালিশহর একাদশ ক্লাবের আহবায়ক ও সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা,প্রাচিকসের মহিলা সম্পাদক মিসেস লায়লা আরজুমান বানু,সহ-সম্পাদক উদয়ন কান্তি মিত্র,সাবেক সাঃসম্পাদক পিকে দাশ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি কে,এম মাজহারুল হক প্রমুখ।

ইপিআই টেকনিশিয়াল বাবু মৃনাল দাশের সঞ্চালনায়ে সভাপতির বক্তব্যে ডাঃ হাসান মুরাদ বন্দর জোনের আওতায় ৬টি ওয়ার্ডে ২২জুন শনিবার সকাল থেকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পাইনে ৬-১১মাস বয়সী শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯মাস (১-৬)বছরের শিশুদের লাল রংয়ের ক্যাপসুল বিনামুল্য খাওয়ানোর কঠিন কাজটি সফল করতে ২৬,৩৭,৩৮,৩৯,৪০ও৪১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি, ওয়ার্ড সচিব,স্বাস্থ্যসহকারী,এনজিওকর্মকর্তা,ক্লাব-সংগঠনের সভাপতি/সাঃসম্পাদক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আন্তরিক  সহায়তা এবং এলাকাবাসীর একান্ত উপস্থিত সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন, বিগত দিনের মতোএবারো জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পাইন-২০১৯ কর্মসূচিকে এগিয়ে বিশেষ অনুরোধ জানান।

আগামী ২২জুন শনিবার সকাল থেকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পাইনে ৬-১১মাস বয়সী শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯মাস (১-৬)বছরের শিশুদের লাল রংয়ের ক্যাপসুল বিনামুল্য খাওয়ানো হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply